সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত: শাবনূর

একটি সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূরছবি: সংগৃহীত
আজ ১৯ সেপ্টেম্বর, প্রয়াত তারকা সালমান শাহর জন্মবার্ষিকী। অতীত হয়ে যাওয়া সালমান এ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি চর্চার নাম। সতীর্থকে ভোলেননি তাঁর বন্ধুরাও। তাঁকে স্মরণ করেছেন অভিনেত্রী শাবনূর ও অভিনেতা ডন। এই দিনে তাঁর সহকর্মী চিত্রনায়িকা শাবনূর জানালেন সালমানের ছেলেমানুষির গল্প

সালমানের ছেলেমানুষি

সালমান শাহকে কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় দেখেন দর্শক। বিপরীতে ছিলেন মৌসুমী। প্রথম ছবিতেই সালমান–মৌসুমী সুপারহিট। কেয়ামত থেকে কেয়ামত-এ মৌসুমীর সঙ্গে জুটি হয়ে পর্দায় আবির্ভাব হলেও দ্বিতীয় সিনেমা তুমি আমার-এ নায়িকা হিসেবে পেয়েছিলেন শাবনূরকে। এরপর তাঁরা দুজন জুটি হয়ে ১৩টি ছবিতে অভিনয় করেন। এ জুটির বেশির ভাগ সিনেমা ব্যবসায়িক সফলতা পাওয়ার পাশাপাশি দর্শকনন্দিতও হয়েছে।

একটি চলচ্চিত্রের দৃশ্যে সালমান শাহ ও শাবনূর
ছবি: সংগৃহীত

সেই শাবনূর বলেন, ‘সালমানের মধ্যে ছেলেমানুষি ব্যাপার বেশি কাজ করত। জনপ্রিয় নায়ক হলেও সে ছিল খুবই খোলা মনের একজন মানুষ।’ তিনি আরও বলেন, ‘কখনোই তাকে স্থির থাকতে দেখিনি। খুব প্রাণচঞ্চল একজন মানুষ ছিল। ওর মধ্যে ছেলেমানুষি কাজ করত বেশি। মানুষ হিসেবে খুব শৌখিনও ছিল। টাকাপয়সা নিয়ে খুবই উদাসীন ছিল। সেভাবে ভাবত না। যা আয় করত, তা-ই খরচ করে ফেলত বলা যায়।

গাড়ির প্রতি সালমানের ছিল খুব বেশি আগ্রহ। বাজারে নতুন গাড়ি এলেই তার কিনতে হবে। সালমান গাড়ি চালাতেও খুব ভালোবাসত। শুটিং শেষে প্রায়ই সামিরা, আমার মাসহ গাড়িতে ঘুরতে বের হতাম।’