কী আছে ‘দম’–এ

এক হয়েছে আলফা আই, চরকি ও স্বনামধন্য ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস। এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বড় পর্দার দুটি সিনেমা। সেই সিনেমাগুলোর মধ্যে একটির ঘোষণা দেওয়া হয়েছে আজ। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সিনেমাটি সম্পর্কে বিস্তারিত।
১ / ৭
আজ জানানো হয়েছে জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমার খবর। নির্মাতা হিসেবে খানিকটা দম নেওয়ার পর নতুন সিনেমা ‘দম’ নিয়ে আসছেন তিনি। এই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে দুই বাংলার পরিচিত তারকা চঞ্চল চৌধুরীকে
খালেদ সরকার
২ / ৭
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালক বলেন, ‘অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। “দম” চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি
খালেদ সরকার
৩ / ৭
‘দম’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তাঁর সম্পর্কটা প্রায় ২০ বছরের
খালেদ সরকার
৪ / ৭
এই সিনেমায় অভিনয় নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণপ্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে, তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা “দম”।’ ফেসবুক থেকে
৫ / ৭
‘দম’ ২০২৫ সালে ছবিটি মুক্তি পাবে। ছবির চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি ও রেদওয়ান রনি নিজেই
ফেসবুক থেকে
৬ / ৭
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, আদনান আল রাজীব, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মাসুমা রহমান নাবিলা প্রমুখ
খালেদ সরকার
৭ / ৭
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ
খালেদ সরকার