সেরা অভিনেতার পুরস্কার পেলেন সেই লিয়ন

লিয়নের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হকছবি: প্রথম আলো

‘আম–কাঁঠালের ছুটি’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার বাগিয়েছেন অভিনয়শিল্পী লিয়ন আহমেদ।
আজ সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারের দ্য গ্রেস মিলনায়তনে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর সমালোচক পুরস্কার শাখায় চলচ্চিত্র ও ওয়েব চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি।

লিয়নের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক
ছবি: প্রথম আলো

লিয়নের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক। শহীদুজ্জামান সেলিম ও নাসির উদ্দিন খানের মতো অভিনেতাদের ছাপিয়ে বিচারকদের রায়ে পুরস্কারটি লিয়নের হাতেই উঠল।
‘আম–কাঁঠালের ছুটি’ সিনেমার মইন্না চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন লিয়ন। ২০১৬ সালে সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেন লিয়ন। তখন পরিবারের সঙ্গে টঙ্গীতে থাকতেন তিনি, বয়স ছিল ১৩ বছর।

‘আম কাঁঠালের ছুটি’ সিনেমার দৃশ্যে লিয়ন; চার বছর ধরে খোঁজ ছিল না তাঁর
ছবি: পরিচালকের সৌজন্যে

ছবিটি নির্মাণ করেন মোহাম্মদ নূরুজ্জামান। ২০১৭ সালের জানুয়ারিতে সিনেমার দৃশ্যধারণ শেষ হয়। ২০২০ সালের শুরুর দিকে শেষবারের মতো লিয়নের সঙ্গে কথা হয়েছিল পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের। এরপর আর লিয়নকে পাননি তিনি; লিয়নের ব্যবহৃত নম্বরটি বন্ধ ছিল। তত দিনে টঙ্গীর বাড়িও বদলে ফেলেছিল লিয়নের পরিবার।

নির্মাতার সঙ্গে লিয়ন
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন

মাঝখানে চার বছর আর কোনো খোঁজ ছিল না লিয়নের। এর মধ্যে গত বছরের ১৮ আগস্ট সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমার প্রিমিয়ারে দর্শকেরাও লিয়নকে খুঁজছিলেন। অন্য শিল্পীদের পাওয়া গেলেও লিয়নের দেখা নেই। নানাভাবে চেষ্টা করেও লিয়নের সন্ধান পাননি পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান।

পুরস্কার হাতে লিয়ন
প্রথম আলো

মেরিল–প্রথম আলো পুরস্কারের মনোনয়ন পাওয়ার পর তাঁর খোঁজ করেন পরিচালক। পরে খোঁজ মেলে। এই চার বছরে লিয়ন বিভিন্ন এলাকায় ছিলেন। এখন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। বোর্ডবাজার থেকেই পুরস্কারের মঞ্চে এসেছিলেন তিনি।

আরও পড়ুন