কান থেকে রাজীব বললেন, গায়ে কাঁটা দিচ্ছে

পরিচালক আদনান আল রাজীব। ছবি: পরিচালকের সৌজন্যে

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হবে। উৎসব থেকে জানালেন সিনেমার পরিচালক আদনান আল রাজীব। তিনি জানান, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব এক দিনেই প্রদর্শিত হয়। দুটি প্রদর্শনী হয় প্রতিটি সিনেমার।

গতকাল বৃহস্পতিবার রাজীব জানালেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কি না, পরীক্ষা–নিরীক্ষা করা হয়। সিনেমাগুলো সম্পর্কে জানতে চাইলে রাজীব বলেন, ‘আমরা তো জানি কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ, উপস্থাপনার সব সিনেমা।’

‘আলী’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার। ছবি: ফেসবুক

রাত পোহালেই আপনাদের সিনেমার প্রদর্শনী, কী অনুভূতি হচ্ছে—এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।
রাজীব আরও বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি এটা আমার সত্য।’

পরিচালক রাজীবের সঙ্গে রাজীব ও মূল চরিত্রের অভিনেতা আল আমিন। ছবি: শিল্পীর সৌজন্যে

গত সপ্তাহে প্রকাশ পেয়েছে আলীর টিজার। সেটিও বেশ প্রশংসিত হচ্ছে। রাজীব বলেন, ‘টিজার প্রকাশের পর আলী ও তার মায়ের প্রসঙ্গে অনেকে কথা বলছে। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কি না, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছে। এগুলো বেশ উপভোগ করছি।’

পরিচালক আদনান আল–রাজীব। ছবি: ফেসবুক

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতা করছে বাংলাদেশের কোনো সিনেমা। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন আল আমিন।