আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না, কার উদ্দেশে বললেন চিত্রনায়ক বাপ্পী

বাপ্পী চৌধুরী
ফেসবুক

ঈদ উৎসবে একসঙ্গে একাধিক ছবি মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে মুক্তির আগে সিনেমা নিয়ে যতটা না আলোচনা হয়, তার চেয়ে বেশি হয় শিল্পীদের একে-অপরের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, পাল্টা বক্তব্য নিয়ে। একটা পর্যায়ে এই বিদ্বেষ তারকাদের ভক্ত-অনুসারীদের মধ্যেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

গত বছর ঈদুল ফিতরে মুক্তির আগে ‘সাইকো’ সিনেমার পরিচালক অনন্য মামুন ও  ‘দিন দ্য ডে’ ছবির নায়ক অনন্ত জলিলের মধ্যে দ্বন্দ্বের কথা এখনো নিশ্চয়ই অনেকের মনে আছে। একটা পর্যায়ে ওই ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ‘পরাণ’–এর পরিচালক রায়হান রাফি ও অনন্ত জলিলের মধ্যেও ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট দিতে দেখা যায়।  

‘সাইকো’, ‘দিন দ্য ডে’, ‘পরাণ’-এর ঘটনার পর বছর ঘুরেছে তবে ঢাকাই সিনেমার ‘চেনা’ দৃশ্যপট বদলায়নি। এবার মুখোমুখি নায়ক বাপ্পী চৌধুরী ও পরিচারক মোহাম্মদ ইকবাল। একজন মুক্তির অপেক্ষায় থাকা ‘শত্রু’র নায়ক, অন্যজনের সিনেমা ‘কিল হিম’ও মুক্তি পাবে এই ঈদেই।

‘শত্রু’ সিনেমার পোস্টার
ফেসবুক

১৭ এপ্রিল অনন্ত জলিলের জন্মদিন পালন অনুষ্ঠানে ‘শত্রু’ সিনেমার নায়ক বাপ্পী চৌধুরীকে নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য দেন ‘কিল হিম’ ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল।

হঠাৎ কেন মোহাম্মদ ইকবাল অন্য সিনেমার নায়ক বাপ্পী চৌধুরীকে নিয়ে মন্তব্য করতে গেলেন? উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল আরেকটি অভিযোগ—বাপ্পী নাকি বলেছেন অনন্ত জলিলকে তিনি গোনায় ধরেন না!

এমন বক্তব্যের জের ধরে বাপ্পীর উদ্দেশে গণমাধ্যমকর্মীদের সামনে ইকবাল বলেন, ‘বাপ্পীর নিজেরই তো পায়ের নিচে মাটি নেই। সিনেমার পোস্টারে ওর ছবি থাকলে হলমালিকেরা সিনেমা নিতে চান না। সত্য কথা বলার চেষ্টা করেন, সত্য কথা বলা আমরা পছন্দ করি। ছবি মুক্তির আগে আগে আমরা কোনো নোংরামি করছি না, নোংরামিতে যাবও না।’

‘কিল হিম’ সিনেমার পোস্টার
ফেসবুক

ইকবাল আরও বলেন, ‘আপনার সিনেমা যদি ভালো চলে, আমাদের কোনোই সমস্যা নাই। আমরা আরও ওয়েলকাম জানাব। বাপ্পী কী বলল না বলল আমার যায়–আসে না। আর বাপ্পীর ছবি কেমন চলে না চলে, আপনারা সংবাদকর্মীরাই ভালো জানেন।’
এই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরের দিন এফডিসিতে সংবাদ সম্মেলন করে পাল্টা জবাব দেন বাপ্পী।

ইকবালের উদ্দেশে বাপ্পী বলেন, ‘বাপ্পী টাকার জন্য সিনেমা করে না। বাপ্পী সিনেমা ধারণ করে। আমার ব্যক্তিত্ব নিয়ে আপনি কথা বলেছেন, বাপ্পী কিন্তু নিজের টাকা ঢেলে সিনেমা করে না। বাপ্পীর পেছনে প্রযোজকেরা টাকা বিনিয়োগ করে সিনেমা বানায়।’
বাপ্পী আরও বলেন, ‘হলমালিকেরা আমার সিনেমা নেয় না, এটি সত্য না মিথ্যা আপনারাই ভালো বলতে পারবেন। আমি অনেক বছর ধরে কাজ করছি। এ পর্যন্ত ৩৬টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো ব্যবসা করেছে। ব্যবসা না করলে প্রযোজক আমাকে নিয়ে সিনেমা নির্মাণ করতেন না। হলমালিকেরা যদি পোস্টারে আমার ছবি দেখে সিনেমা নাই-ই নেন, তাহলে তো আমি এতগুলো সিনেমায় অভিনয়ই করতে পারতাম না।’

এ অভিনেতার ভাষ্য, ‘ইকবাল ভাই হয়তো কৌশলে তাঁর সিনেমার প্রচার করার জন্যই এভাবে আমাকে নিয়ে বলেছেন।’

একটা পর্যায়ে বাপ্পী কড়া ভাষায় বলেন, ‘আমাকে কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। করলে বাপ্পী সম্পর্কে জেনেশুনে আক্রমণ করবেন। একটা কথা জেনে রাখবেন, বাপ্পীকে কেউ হিট করলে বাপ্পী পাল্টা হিট করে। কাউকে ভেবেচিন্তা হিট করে না।’
এদিকে ঈদ উৎসবে সিনেমা মুক্তির আগে আগে একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি সিনেমার জন্য ভালো নয় বলে মন্তব্য করেন চলচ্চিত্র প্রযোজক পরিচালক মতিন রহমান। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখা আর ভালো লাগছে না। সিনেমার জন্য এসব কখনই ভালো না। এসব করে নিজেকে নোংরা করা হচ্ছে, অন্যকেও। আমাদের সময় এসব ছিল না। পর্দায় আমাদের প্রতিযোগিতা হতো। বাস্তবে আমাদের সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।’

তাঁর বক্তব্য, ‘সম্প্রতি যেসব তরুণ ভালো কাজের চেষ্টা করছেন, এসব নোংরামি দেখে তাঁরা নিরুৎসাহিত হয়ে ফিরে যেতে পারেন।’