৩০ বছর আগের ছবিগুলো নিয়ে স্মৃতিকাতর ‘অবুঝ দুটি মন’ সিনেমার নায়িকা

৩০ বছর আগে সিনেমায় অভিনয় ছাড়লেও পরবর্তী সময়ে নাটক, টেলিছবি ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন কানিজ রাবেয়া রথি। ১১ বছর ধরে সেখানেও নেই। ১৯৯২ সালে শুটিং করা ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের শুটিং সময়ের স্থিরচিত্র পোস্ট করে নস্টালজিক হলেন। কথা প্রসঙ্গে জানালেন, স্থিরচিত্রে থাকা তিনজন এরই মধ্যে মারা গেছেন। একনজরে দেখে নেওয়া যাক নায়িকা রথির ৩০ বছর আগের সেই স্থিরচিত্রগুলো
১ / ১৩
রথির শুরুটা নব্বইয়ের দশকে, ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। তার আগে সুভাস দত্তের ‘আগমন’ ছবিতে অভিনয় করেন, এই ছবিতে অভিনয়ের সময় রথি স্কুলে পড়েন। ১৯৯৩ সালে মুক্তি পায় ‘অবুঝ দুটি মন’। এই ছবিই রথিকে বাংলাদেশের আনাচকানাচে পরিচিতি এনে দেয়। অবুঝ দুটি মন চলচ্চিত্রের ১৫ দিনের শুটিং করেন ব্যাংককে। পাতায়াতে ছবির নায়ক আমিন খানের সঙ্গে রথি
ছবি : সংগৃহীত
২ / ১৩
চলচ্চিত্রজগতে রথি পরিচিত ছিলেন চাঁদনী নামে। ‘অবুঝ দুটি মন’ মুক্তির পর চাহিদা থাকা সত্ত্বেও আর দেখা মেলেনি কোনো সিনেমায়। পাতায়াতে ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের শুটিংয়ের ফাঁকে রথি
ছবি : সংগৃহীত
৩ / ১৩
ব্যাংককের কোরাল আইল্যান্ডে ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের শুটিংয়ে রথি। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট রথি। গ্রামের বাড়ি যশোরে হলেও বেড়ে ওঠা ও পড়াশোনা করেছেন ঢাকায়। বাবা ও মায়ের পরিবারের মা ছাড়া  আর কেউই বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন না। মা পাকিস্তান রেডিও ও টেলিভিশনে গান গাইতেন
ছবি : সংগৃহীত
৪ / ১৩
মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রের ‘পৃথিবীটা যেন এক প্রেম নগর’ গানের শুটিংয়ের ফাঁকে পাতায়াতে চিত্রনায়িকা রথি, রথির মা রোজিনা মনসুর, নৃত্য পরিচালক মাসুম বাবুল (পেছনে ক্যাপ পরিহিত) এবং আমিন খান (ডানে)। গেল মাসে মাসুম বাবুল মারা গেছেন, আর রথির মা রোজিনা মনসুর মারা গেছেন ২০০৬ সালে
ছবি : সংগৃহীত
৫ / ১৩
ব্যাংককের কোরাল আইল্যান্ডে শুটিংয়ের সময়ে তোলা স্থিরচিত্রে রথি
ছবি : সংগৃহীত
৬ / ১৩
ব্যাংককের কোরাল আইল্যান্ডে শুটিংয়ের সময়ে তোলা স্থিরচিত্রে রথি
ছবি : সংগৃহীত
৭ / ১৩
‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া ‘পৃথিবীটা যেন এক প্রেম নগর’ গানের শুটিংয়ের ফাঁকে পাতায়াতে চিত্রনায়িকা রথি ও আমিন খান। নায়িকা জানালেন, দুটি গান ও বেশ কয়েকটি দৃশ্যের শুটিং করতে তাঁরা দুই সপ্তাহ ব্যাংকক ছিলেন
ছবি : সংগৃহীত
৮ / ১৩
ব্যাংককের শুটিংয় সময়ে তোলা স্থিরচিত্রে রথি।
ছবি : সংগৃহীত
৯ / ১৩
শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ব্যাংককে নেমে রাস্তার ধারের খাবারের স্বাদ নিচ্ছেন পরিচালক মোহাম্মদ হোসেন (বামে), রথি, আমিন খান ও রূপসজ্জাশিল্পী খলিল (মৃত)। রথি জানালেন, যাওয়ার আগেই শুনেছিলাম, ব্যাংককের স্ট্রিট ফুড বেশ মজার। তাই নেমেই স্ট্রিট ফুডের স্বাদ নেওয়াটা মিস করতে চাইনি।’
ছবি : সংগৃহীত
১০ / ১৩
শুটিংয়ের ফাঁকে রথি
১১ / ১৩
শুটিংয়ের ফাঁকে হোটেল লবিতে রথি ও আমিন খান
ছবি : সংগৃহীত
১২ / ১৩
চিত্রনায়িকা রথির মা রোজিনা মনসুরের সঙ্গে শুটিং অবসরে চিত্রনায়ক আমিন খান
ছবি : সংগৃহীত
১৩ / ১৩
মা রোজিনা মনসুরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে চিত্রনায়িকা মেয়ে রথি
ছবি : সংগৃহীত