প্রথমবার বাবা–মাকে নিয়ে সিনেমা দেখবেন শাকিব খান

মায়ের সঙ্গে শাকিব খান

ঢালিউডে শাকিব খানের অভিনয়জীবন দুই দশকের বেশি। এই সময়ে আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়জীবনের শুরু থেকে ৪৬টির মতো ঈদ উৎসব পেয়েছেন শাকিব খান। যেখানে তাঁর শতাধিক সিনেমা মুক্তি পেয়েছে।

আজ পর্যন্ত কোনো ঈদে বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে তাঁর কোনো ছবি দেখেননি ঢালিউড সুপারস্টার শাকিব খান। এবারই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে, যা শাকিব খানের অভিনয়জীবনে ঘটেনি। বাবা-মাকে সঙ্গে নিয়ে ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি প্রেক্ষাগৃহে বসে দর্শকের সঙ্গে উপভোগ করবেন।

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি। তপু খান পরিচালিত ছবিটি এরই মধ্যে আলোচনায় এসেছে। টিজার এবং এরপর ‘কথা আছে’ ও ‘সুরমা সুরমা’ গান দুটি প্রকাশের পর প্রশংসিত হয়েছে। হল বুকিংয়েও সবচেয়ে বেশি এগিয়ে আছে ছবিটি। ছবিটির পরিবেশক প্রতিষ্ঠান টিওটি ফিল্মস কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির পরিচালক তপু খান জানিয়েছেন, ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেশের ১০০ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

মা–বাবার সঙ্গে শাকিব খান
ছবি : মনজুর কাদের

ব্যস্ততার কারণে বছরের অন্যান্য সময়ে মুক্তি পাওয়া ছবিগুলো সব সময় প্রেক্ষাগৃহে গিয়ে ভক্ত ও দর্শকদের সঙ্গে উপভোগ করার সুযোগ হয়ে ওঠে না শাকিব খানের। তবে ঈদ উৎসবে ঢাকা এবং এর আশপাশে নারায়াণগঞ্জ ও গাজীপুরের প্রেক্ষাগৃহে চুপিসারে গিয়ে ছবি দেখে চলে আসতেন। এবার আর একা নন, এমনকি চুপিসারেও নয়, ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে সঙ্গে শাকিব খানের সঙ্গে যাবেন তাঁর মা-বাবা-বোন এবং আত্মীয়, পরিজনেরাও।

কারণ হিসেবে প্রথম আলোকে শাকিব খান বললেন, ‘লিডার: আমিই বাংলাদেশ পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো দারুণ একটি চলচ্চিত্র। এরই মধ্যে গান ও টিজার সব শ্রেণির সিনেমাপ্রেমীর মধ্যে সাড়া ফেলেছে। আমি বিশ্বাস করি, প্রেক্ষাগৃহেও ছবিটি সবাই দারুণভাবে উপভোগ করবেন। তাই তো আমি মা-বাবা, বোন, আত্মীয়, পরিজন ও বন্ধুবান্ধবকে নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাব। বর্তমান প্রেক্ষাপটে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করবে আমাদের লিডার।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

ছবিটি কেন পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো, তার আভাস দিলেন ‘লিডার: আমিই বাংলাদেশ’-এর পরিচালক তপু খানও। তিনি বললেন, ‘বর্তমান যুগে পারিবারিক বন্ধনের জায়গাটা একটু কমে গেছে। সবাই যাঁর যাঁর জায়গা থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি ব্যস্ত। গল্পে আমরা চেষ্টা করেছি পারিবারিক ব্যাপারগুলো ইনভলভ করতে।

ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, তারপর ভাবির সঙ্গে দেবর-ননদের সম্পর্ক; এই সম্পর্কগুলো আমরা যৌক্তিকভাবে মধ্যবিত্ত পরিবারে যেভাবে থাকে, সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

পারিবারিক মূল্যবোধের ব্যাপারটি ফোকাস করেছি, যা  দীর্ঘদিন ধরে আমাদের দেশের চলচ্চিত্রে অনুপস্থিত বলে মনে করছি। এ কারণে সবাই পরিবার নিয়ে ছবিটি দেখবেন।’

এবার ঈদে শাকিব খানের দুটি চলচ্চিত্র মুক্তির কথা ছিল। শেষ মুহূর্তে ‘আগুন’ ছবিটি পিছিয়ে গেলে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ বাড়তে থাকে। টিজার ও গান মুক্তির পর থেকে এই আগ্রহের আরও কয়েক গুণ বেড়ে যায়। তখনই ধারণা করা হয়, প্রেক্ষাগৃহখরার এ সময়েও শাকিব খান অভিনীত ছবিটি ঠিকই ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির পরিবেশক প্রতিষ্ঠান টিওটি ফিল্মস কর্তৃপক্ষও প্রথম আলোকে জানিয়েছিল, তাদের টার্গেট ১০০ প্রেক্ষাগৃহ। বৃহস্পতিবার তা পূর্ণ হয়েছে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, চাহিদা থাকলেও আপাতত প্রেক্ষাগৃহ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের।

দেশের ১০০ প্রেক্ষাগৃহে দেখানো হবে শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’