লিট ফেস্টে দুই দিনে ৯ সিনেমা

‘পেটকাটা ষ–এর ‘নিশির ডাক’ পর্বে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।ছবি: চরকির সৌজন্যে

তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ‘পেটকাটা ষ’ দেখার সুযোগ মিলবে ঢাকায়; বাংলা একাডেমিতে আয়োজিত চার দিনব্যাপী ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট) উদ্বোধনী দিনে আজ প্রদর্শিত হবে সিরিজটি।
আয়োজকেরা জানান, আজ বাংলা একাডেমির নভেরা হলে বিকেল সোয়া পাঁচটায় প্রদর্শিত হবে ‘পেটকাটা ষ’। এর আগে আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বেলা পৌনে তিনটায় নুহাশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ প্রদর্শিত হবে। এরপর বিকেল পৌনে চারটা পর্যন্ত শিল্পী অপরাজিতা মোস্তফার সঙ্গে সিনেমাটি নিয়ে আলোচনা করবেন নুহাশ।

করোনাভাইরাসের জন্য তিন বছরের বিরতির পর এবার ঢাকায় দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা বসছে। ৮ জানুয়ারি পর্যন্ত এ আয়োজনে দেশ-বিদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা অংশ নেবেন। এতে শিল্প-সাহিত্য নিয়ে নানা আয়োজনের পাশাপাশি প্রতিদিনই চলচ্চিত্র প্রদর্শনী ও গানের আয়োজন থাকবে।
আজ বিকেল সোয়া পাঁচটায় বাংলা একাডেমির উন্মুক্ত চত্বরে প্রদর্শিত হবে আলোচিত যাত্রাপালা ‘দেবী সুলতানা’।
সন্ধ্যা পৌনে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবে বেঙ্গল পরম্পরা সংগীতালয়। সাতটায় বর্ধমান হাউসে গান পরিবেশন করবে ‘মেঘদল’; সঙ্গে ইমন চৌধুরী ও ‘সাদা সাদা কালা কালা’ গানের শিল্পী এরফান মৃধা।

অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’ প্রদর্শিত হবে এ উৎসবে
ছবি” সংগৃহীত

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার বাংলা একাডেমির নভেরা হলে থাকছে ছয়টি সিনেমার প্রদর্শনী। বেলা সোয়া ১১টায় অমিত আশরাফের স্বল্পদৈর্ঘ্য সিনেমা কাঁঠাল, দুপুর সাড়ে ১২টায় এলিজাবেথ ডি কস্তার প্রামাণ্যচিত্র বাংলা সার্ফ গার্লস, তিনটায় নির্মাতা হুমায়রা বিলকিসের বাগানিয়া, সোয়া চারটায় তাসমিয়াহ্ আফরিনের কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি, সাড়ে চারটায় একই নির্মাতার আরেকটি স্বল্পদৈর্ঘ্য হিরোইনস ওয়ান নাইট ও পাঁচটায় প্রসূন রহমানের প্রিয় সত্যজিৎ প্রদর্শিত হবে। এদিন সাড়ে ছয়টায় আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী।

এদিনও থাকছে গানের আয়োজন, তিনটায় বর্ধমান হাউসে গাইবেন আরমীন মুসা, একই ভেন্যুতে সন্ধ্যা সাতটায় গাইবেন অনিমেষ রায় ও ওয়ার্দা আশরাফ। উৎসবের বাকি দুই দিনও সিনেমা প্রদর্শনী ও গানের আয়োজন থাকছে।