বীরকে নিয়ে শাকিবের সঙ্গে কাটানোর সময় হয়তো উনিও এসেছেন: বুবলী

ছেলে বীরকে নিয়ে শাকিব ও বুবলী, অপু বিশ্বাসকোলাজ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। এবারের ঈদে মুক্তি পেয়েছে নায়িকার ‘দেয়ালের দেশ’ এবং ‘মায়া’ সিনেমা। চলচ্চিত্রের প্রচারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সাম্প্রতিক সময়ে বেশ সরব এই অভিনেত্রী। ঈদের আগে একটি বেসরকারি টেলিভিশনে শাকিব খান, অপু বিশ্বাস এবং জয়-বীরকে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। জানিয়েছিলেন শাকিব খানের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের রসায়ন নিয়েও।
বুবলী বলেছেন, তাঁদের এখনো ডিভোর্স হয়নি, সময় নিচ্ছেন এই জুটি। কিন্তু এই সাক্ষাৎকার দেওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে শাকিব খানের বিরক্তির খবরও। বুবলীর সাক্ষাৎকারে নাকি বিরক্ত ঢালিউডের কিং খান। কিন্তু তাতে কি! টেলিভিশন অনুষ্ঠানগুলোতে বুবলী বা অপু বিশ্বাস গেলেই ওঠে শাকিব খানের প্রসঙ্গ।

আরও পড়ুন
শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে
কোলাজ

দুই নায়িকা কথা বলবেন আর শাকিব খানের কথা আসবে না, তা হতেই পারে না।
এবার আরেকটি বেসরকারি টেলিভিশনে হাজির হয়ে আবারও শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে গল্পের ঝাঁপ খুলেছেন বুবলী। নায়িকা বলেছেন, ‘সন্তান বীর এবং তাঁর বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটাই, তখন সেখানে আবরামকে নিয়ে হয়তো উনিও এসেছেন।’

আরও পড়ুন
শবনম বুবলী
প্রথম আলো

কাজ ছাড়া ভাইরালিজম প্রসঙ্গে বুবলী বলেন, ‘এটা আসলে দরকার নেই। অনেক সময় দেখা যায়, যখন আমরা কাজটাকে ফোকাস করছি, তখন দর্শকেরা সেটার প্রশংসা করছেন। ভালোবাসার জায়গা থেকেই দর্শকেরা আমাদের ব্যক্তিজীবন নিয়েও জানতে চান। সেটাও ঠিক আছে। দর্শকেরা জানতে চান, শেহজাদ কী করছে বা ওর কী রকম সময় কাটছে, তখন হয়তো ওর কিছু ভিডিও ক্লিপস আমি শেয়ার করছি। তবে সবকিছুর মধ্যেই একটা সীমা থাকা উচিত। আমাদের ভাষাগত দিক থেকেও সীমা থাকা উচিত যে কীভাবে আমরা আরেকজন শিল্পীকে মূল্যায়ন করছি।’

আরও পড়ুন