সত্যজিৎ, মৃণালের অভিনেতা দেবরাজের মৃত্যু

দেবরাজ রায়। এক্স থেকে

টালিউডের বয়োজ্যেষ্ঠ অভিনেতা দেবরাজ রায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে কিডনিসহ অন্যান্য শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার হাত ধরে রুপালি পর্দায় পা রাখেন দেবরাজ রায়। এরপর মৃণাল সেনের ‘কলকাতা ৭১’ সিনেমায় তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল চলচ্চিত্র সমালোচকেরা।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও বন্ধু রঞ্জিত মল্লিক এবং বিপ্লব চট্টোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম আজকালকে রঞ্জিত মল্লিক বলেন, ‘খুব, খুব খারাপ খবর। আমাদের থেকে কত ছোট ছিল। কী ভদ্রলোক ছিল দেবরাজ। ওর স্ত্রী অনুরাধার সঙ্গে জুটি বেঁধে কত সিনেমায় অভিনয় করেছি। এক সময় বেশ আড্ডা হতো দেবরাজের সঙ্গে। তবে একটু স্বভাবগম্ভীর ছিল ও। হইচই করা থেকে দূরেই থাকত।

আর অভিনেতা হিসেবে যথেষ্ট দক্ষ ছিল ও। “মর্জিনা-আব্দুল্লাহ” সিনেমাতে কী অভিনয়টাই–না করেছিল। দারুণ! আর মৃণালদার পরিচালনায় “কলকাতা ৭১”এ–ও দেবরাজের পারফরম্যান্স ভোলার নয়।’

সংবাদমাধ্যমটিকে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদেরও তো বয়স হচ্ছে। এসব খবর শুনলে আরও একা হয়ে যাই নিমেষে। আমার থেকেও বেশখানিক ছোট ছিল দেবরাজ। খুব ভালো ছেলে ছিল। ভদ্র। কথা বলত ধীরে ধীরে। অনেক অনেক বছরের আলাপ। একসঙ্গে কত আড্ডা মেরেছি, খাওয়াদাওয়া করেছি, একসঙ্গে কাজও তো করেছি একাধিক সিনেমায়। জানেন তো, সবাইকে তো বন্ধু বলা যায় না। ওকে কিন্তু তা বলা যেত।’

আরও পড়ুন

দেবরাজ রায় এ ছাড়া অভিনয় করেন তপন সিংহ, তরুণ মজুমদার, বিভূতি লাহাসহ সেই সময়ের খ্যাতনামা পরিচালকদের সঙ্গে। বড় পর্দায় তো বটেই, ছোট পর্দায় খ্যাতির সঙ্গে কাজ করেছেন এ অভিনেতা।