‘রেহানা’, ‘মুসকান’, ‘সুলতানা’র আগে ‘মিলি’ হয়েছিলেন এই তারকা, চিনতে পেরেছেন?

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এরপর ছোট পর্দায় অভিনয় শুরু। নিজের অভিনয় নিয়ে একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন। ওজন ঝরিয়েও ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমা থেকে। নিজের জীবন নিয়ে সংশয়ে ভুগছিলেন। সেখান থেকে প্রবলভাবে ফিরে আসেন ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে। তিনি আজমেরী হক বাঁধন। আজ ২৮ অক্টোবর এই বাংলাদেশি অভিনেত্রীর জন্মদিন। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বাঁধন সম্পর্কে নানা তথ্য।

১ / ১০
বাঁধন ও তাঁর মেয়ে দুজনের জন্মদিনই অক্টোবরে। মেয়ে সায়েরার জন্মদিন ৬ অক্টোবর, বাঁধনের ২৮ অক্টোবর
ছবি : ফেসবুক
২ / ১০
কন্যাসন্তানের জন্য উন্মুখ ছিলেন বাঁধন। মা আর মেয়ের প্রথম চোখাচোখির পর বাঁধনের খুশি, সুখের অশ্রু আর আশ্বস্ত হওয়া দেখে ডাক্তার বলেই ফেললেন, ‘ভাগ্যিস...আপনার হাবভাব দেখে তো মনে হচ্ছে, ছেলে হলে কোলেই নিতেন না!’
ছবি: প্রথম আলো
৩ / ১০
২০১০ সালে হুট করেই বিয়ে করেন বাঁধন। বিয়ে ভেঙে যায় ২০১৪ সালে। বিবাহবিচ্ছেদের কথা দীর্ঘদিন গোপন রেখেছিলেন বাঁধন। ২০১৮ সালের ৩০ এপ্রিল আদালতের রায়ে মেয়ের অভিভাবকত্ব পান বাঁধন
ছবি : সংগৃহীত
৪ / ১০
বাঁধন ‘রেহানা’ রূপে হাজির হয়ে চমকে দেন। শুরু হয় অভিনেত্রী হিসেবে তাঁর নতুন পথচলা। ২০২১ সালে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রথমবার মনোনয়ন পায় ‘রেহানা মরিয়ম নূর’। আবদুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবির পর বলা যায়, রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান বাঁধন
ছবি: সংগৃহীত
৫ / ১০
২০২১ সালে পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিতর মুখার্জির ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’-তে অভিনয়ে তাঁর জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে
ছবি : সংগৃহীত
৬ / ১০
‘রেহানা’র হাত ধরে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন আজমেরী হক বাঁধন। তখন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রেহানা আমাকে নতুন জীবন দিয়েছে’
ছবি : সংগৃহীত
৭ / ১০
. ‘সিঙ্গেল মা’ হিসেবে মেয়েকে বড় করছেন বাঁধন? তাঁর মতে, এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিজেকে সমাজের সঙ্গে মানিয়ে নেওয়া। বাধণ মনে করেন, একসঙ্গে মা ও বাবা দুটো ভূমিকা পালন করা খুব চ্যালেঞ্জিং
ছবি : সংগৃহীত
৮ / ১০
‘রেহানা’র সাফল্যের পর বাঁধন অভিনয় করেন বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে। এর মধ্যেই ছবির টিজারে বাঁধনের লুক প্রশংসিত হয়েছে
ছবি : সংগৃহীত
৯ / ১০
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির নতুন সিরিজ ‘গুটি’তে অভিনয় করছেন বাঁধন। শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় এ সিরিজে ‘সুলতানা’ নামের এক মাদক কারবারির ভূমিকায় হাজির হবেন তিনি
ছবি : চরকির সৌজন্যে
১০ / ১০
ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় অনেকেই মনে করেন, ‘রেহানা মরিয়ম নূর’ই বাঁধনের প্রথম সিনেমা। কিন্তু তাঁর চলচ্চিত্রে অভিষেক হয় ২০১০ সালে। মুশফিকুর রহমানের ‘নিঝুম অরণ্যে’ ছবি দিয়ে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে আরও ছিলেন সজল, আবুল হায়াত প্রমুখ। ছবিটিতে ‘মিলি’ চরিত্রে অভিনয় করেন বাঁধন
আইএমডিবি
আরও পড়ুন