নিউমার্কেটে শুটিং নিয়ে চিন্তিত ভাবনা

আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক

গতকাল শুক্রবার থেকে উত্তরায় নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সিনেমার নাম ‘চারুলতা’। সিনেমার চারুলতা নিম্নবিত্ত পরিবারের মেয়ে। যে ঢাকার নিউমার্কেটের ফুটপাতে চুড়ির দোকান নিয়ে বসে। তার জীবনের গল্প নিয়েই সিনেমাটি। সিনেমার বেশির ভাগ অংশের শুটিং হবে নিউমার্কেটে। সেখানে কীভাবে শুটিং করবেন, সেটা নিয়েই চিন্তিত অভিনেত্রী।

ভাবনা বলেন, ‘আমরা সেট বানিয়ে আজ উত্তরায় শুটিং করছি। দুপুর পর্যন্ত আমার অংশের শুটিং শুরু করতে পারিনি। প্রথম দিন চরিত্রে ঢুকতে কিছুটা সময় লাগছে। এ ছাড়া পর্যাপ্ত আলো ছিল না। এ চরিত্র আমার অনেক পছন্দের। দর্শক নতুন এক ভাবনাকে দেখবেন।’

আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক

চরিত্রের প্রয়োজনে এবার বলা যায় মেকআপ ছাড়া অভিনয় করতে হচ্ছে ভাবনাকে। তিনি জানান, সুবিধাবঞ্চিত একটা মেয়ে চারুলতা। যে নিজের বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। নিউমার্কেটের ফুটপাতে তার দোকান আছে। এই চরিত্রের প্রয়োজনে মুখে মেকআপ বলতে কিছু দাগ বসাতে হয়েছে। প্রথম দিনের শুটিংয়ে কিছুটা চিন্তার কথা বললেন এই অভিনেত্রী।

ভাবনা বলেন, ‘আমাদের পরিকল্পনা টানা কাজ করে ২০ থেকে ২২ দিনের মধ্যে শুটিং শেষ করা। ৭ দিন ইনডোরের সেটে শুটিং করব। পরে সব অংশই শুটিং হবে নিউমার্কেট এলাকায়। সেখানে হাজার হাজার মানুষের ভিড়ে কীভাবে শুটিং করব, এটা কঠিন কাজ। সেটা নিয়েই ভাবছি।’

আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক

এ সময় কিছুটা চিন্তিত হয়ে ভাবনা আরও বলেন, ‘আমার অন্য কোনো চিন্তা নাই। এখন নিউমার্কেটের শুটিং নিয়েই চিন্তিত। আমাদের তো কাঁড়ি কাঁড়ি টাকা নেই যে সিনেমার জন্য প্রযোজক সেট বানিয়ে দেবেন। আর নিউমার্কেটের সেট বানালেও মেকি মনে হবে। যত কষ্টই হোক, লোকেশনেই শুটিং করব।’

সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। এটি পরিচালনা করেছেন রাইসুল ইসলাম অনিক। সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্দিন খান, মাহবুব সুমন ও অনিক। এতে রাকিব হোসেন, মোহাইমিন ইসলামসহ আরও অনেকে অভিনয় করবেন।

আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক

ভাবনা বলেন, ‘আমাদের সিনেমাটি খুব বড় বাজেটের না। কিন্তু সিনেমার চিত্রনাট্য ও পরিচালকের সততা, পরিশ্রমের কারণে সিনেমাটি করতে রাজি হয়েছি। অনিক আমাকে চরিত্র নিয়ে সব রকম সুবিধার কথা বলছেন। চরিত্র নিয়ে আমি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছি। চরিত্রের সঙ্গে রয়েছি। আমি এই চরিত্রের সত্যিকার অনেকের সঙ্গেই কথা বলেছি, প্রেরণা নিয়েছি। কারণ, শুধু সংলাপ বলেই চরিত্রের মধ্যে প্রবেশ করা যায় না।’

আশনা হাবিব ভাবনা। ছবি: ফেসবুক