প্যারিসে পুরস্কৃত তিন বাংলা সিনেমা

‘শ্যামা কাব্য’ সিনেমায় অভিনয় করেছেন জেনি ও ইন্তেখার দিনার
ছবি: ফেসবুক

ফ্রান্সের গঁজ সুর স্যেন ফিল্ম পুরস্কার পেল বাংলাদেশের দুই সিনেমা। উৎসবের চারটি বিভাগে পুরস্কার জিতেছে নির্মাতা বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য, দুটি বিভাগে পুরস্কার জিতেছে শবনম ফেরদৌসীর আজব কারখানা। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কলকাতার ‘আ হলি কন্সপিরেসি।’

‘আ হলি কন্সপিরেসি’ সিনেমায় প্রধান তিনটি চরিত্রের একটিতে অভিনয় করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। সিনেমাটিতে তাঁর অন্য দুই সহ-অভিনেতা ছিলেন ভারতের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরউদ্দিন শাহ। পার্থপ্রতিম মজুমদার বলেন, ‘সিনেমাটি এর আগেও বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। পুরস্কার পেয়েছে। এবার ফ্রান্সের উৎসবে পুরস্কার পেল। বাংলা সিনেমা ভাষার সিনেমা, দিন দিন এগিয়ে যাচ্ছে এটা গর্বের। এটা আমাদের সব সিনেমার জন্য জন্য দারুন খবর।’ সিনেমাটির পরিচালক ছিলেন শৈবাল মিত্র।

শ্যামা কাব্য ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের সিনেমা। এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বদরুল আনাম সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

পরিচালক বদরুল আনাম সৌদ
ছবি: ফেসবুক

উৎসবে চারটি পুরস্কার জেতা শামা কাব্য ছবির পরিচালক বদরুল আনাম সৌদের সঙ্গে গত সোমবার সন্ধ্যায় কথা হয়। পুরস্কারপ্রাপ্তির অনুভূতি কী জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘আয়োজক কর্তৃপক্ষ চেয়েছিল, আমি উৎসবে যাই; কিন্তু নানা কারণে সম্ভব হয়নি। আজ (গতকাল) সকালে ঘুম থেকে উঠেই পুরস্কারপ্রাপ্তির কথা শুনেছি। গতকালও পুরস্কার অনুষ্ঠান হয়েছে, তবে আমি জানতাম না। স্বাভাবিকভাবে পুরস্কারপ্রাপ্তিতে একধরনের আনন্দ তো হয়ই। তবে প্রথম কিছুক্ষণ অনুভব করিনি। সত্যি বলতে, একদমই কোনোরকম প্রতাশা করিনি। মনে হয়েছে, উৎসবে নির্বাচিত হয়েছে এটাই যথেষ্ট। ভারতীয় এত এত পরিচালকের ছবি আছে, সেখানে শ্যামা কাব্য চারটা পুরস্কার পাবে, এটাই ভাবিনি। আনন্দ অনুভব করার জায়গায় পৌঁছাতে পাঁচ–সাত মিনিট সময় লেগেছে।’

‘আ হলি কন্সপিরেসি’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পার্থপ্রতিম মজুমদার

সামিয়া জামান প্রযোজিত ‘আজব কারখানা’ নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। এটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসি অ্যাওয়ার্ড পায়। এ ছাড়া শ্রীলঙ্কার অষ্টম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিষেক সিনেমার সম্মান পেয়েছে ছবিটি। এ ছাড়া ভারতের কলকাতা, পুনে, বেঙ্গালুরু ও নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের ফিফগ, উত্তর আমেরিকার তাসভির এবং থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লন্ডনের রেইনবো উৎসবে অংশ নিয়েছে আজব কারখানা।

‘আজব কারখানা’ সিনেমার শুটিংয়ের ফাঁকে পরিচালক ও অভিনয়শিল্পীরা
ছবি: ফেসবুক

এক রক তারকার জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার ঘটনাচক্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। এ ছাড়া আছেন হালিম বয়াতি, দিলু বয়াতি, দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া, খালিদ হাসান, কিতাব আলীসহ অনেক লোকশিল্পী। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ, সংগীত পরিচালনায় লাবিক কামাল গৌরব। দুটি সিনেমাই আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।