দৃশ্যের বাইরেও আমাকে সে লাভলীই মনে করত...

সংবাদ সম্মেলনে আদর ও মাহি

‘আশা করছি, এটি আমার জীবনের সেরা ছবি হবে। আমার আলোচিত ‘পোড়ামন’ ছবিকেও ছাড়িয়ে যাবে এটি। এত ভালোবাসার ছবি, এত প্রেমের ছবি, এত আবেগের ছবিতে আগে কাজ করিনি।’ মুক্তির অপেক্ষায় থাকা ‘যাও পাখি বলো তারে’ নিয়ে বলছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। সিনেমাটি মুক্তির আগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ছবিতে লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহি। আগামী ৭ অক্টোবর দেশের প্রায় ৩০টি হলে মুক্তি পাবে।

মাহি বলেন, ‘অসাধারণ একটা চিত্রনাট্য। সেটাকে পরিচালক এত সুন্দর করে উপস্থাপন করেছেন, প্রেক্ষাগৃহে গিয়ে সেটা টের পাবেন দর্শক। ছবির শুটিং করতে গিয়ে আমি অনেকটাই ঘোরের মধ্যে ছিলাম। আমি ও আদর মনে হয় যেন সারাক্ষণ চরিত্রের মধ্যেই থাকতাম। ঘোর কাটতে সময় লাগত। মনে হচ্ছিল ছবির মজনু চরিত্রের আদর যেন চরিত্রের মধ্যে মিশেই গেছে। চরিত্রের বাইরেও আমাকে এতটাই কেয়ার নিত মজনু, মনে হতো শুটিংয়ে গল্পেই আছি আমরা।’

শুটিংয়ে একদিনের একটা মজার ঘটনার কথা উল্লেখ করে মাহি বলেন, ‘একটি দৃশ্য ধারণের জন্য শুটিং স্পটে এক জায়গা থেকে অন্য একটি জায়গায় যাচ্ছি। পথে একটু কাদা। হাঁটতে হাঁটতে কাদায় আমার পায়ের হিল আটকে যায়। ফিরে দেখি সেটি হাতে তুলে পেছনে পেছনে আসছে আদর। এই দৃশ্য দেখে আমি আদরকে বললাম ‘এটি কিন্তু শুটিং না আদর। তুমি মজনু থেকে বের হও। চরিত্র থেকে বের হও।’

‘যাও পাখি বলো তারে’ ছবিতে মাহি

মনে হতো, দৃশ্যের বাইরেও আমাকে সে লাভলীই মনে করত। এমন অবস্থায় শুটিংয়ের দিনগুলো গেছে আমাদের। পরিচালকের ওপর আমার রাগ। কারণ, সব ভালো ভালো, সুন্দর সুন্দর সংলাপগুলো আদরকে দিয়ে অভিনয় করিয়েছেন।’

পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাহি বলছেন, তাঁর জীবনের বেস্ট ছবি এটি। আমিও বলছি এটি আমার জীবনে সেরা ছবি। এখন যদি কোনো কারণে দর্শক না দেখেন ছবিটি তাহলে কী হবে, এই টেনশনে আমার ঘুম হচ্ছে না।’
তবে ছবিটির ভাগ্য দর্শকের ওপর ছেড়ে দিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে ছবির শিল্পীরা বিশেষ করে মাহি, আদর, শিপন, মামুন অপুরা শতভাগ চেষ্টা দিয়ে কাজ করেছেন। আমি খুশি।’

‘যাও পাখি বলো তারে’ ছবিতে আদর ও মাহি

পরিচালক জানান, ট্রেলার দেখে হয়তো অনেকেই ভেবেছেন এটি ত্রিভুজ প্রেমের ছবি। কিন্তু না, এটি বন্ধুত্বের ছবি, ভালোবাসার ছবি, ত্যাগের ছবি। প্রেমিক তাঁর প্রেমিকার জন্য কী করতে পারে, সেটা দেখতেই দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, চিত্রপরিচালক অপূর্ব রানা, বুলবুল বিশ্বাস, অভিনেতা সাইমন সাদিক, ছবির নায়ক আদর প্রমুখ।
শেষে ছবির টাইটেল গান নিয়ে টিকটক প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে উপহারসামগ্রী তুলে দেন ছবির পরিচালক, নায়ক ও নায়িকা।
‘যাও পাখি বলো তারে’ ছবিতে আরও অভিনয় করেছেন শিপন মিত্র, মামুন অপু, মাসুম বাসার, মিলি বাসার, রেবেকা রউফ, লাবণ্য প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।