টরন্টোতে ‘সাবা’র প্রিমিয়ারের টিকিট শেষ
অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা। নির্মাতা ও অভিনেত্রীর প্রথম ছবিটি প্রথমবারের মতো দর্শকের সামনে আসছে।
দেশে নয়, কানাডার টরন্টো শহরে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে জায়গা করে নেয় ‘সাবা’। ৭ সেপ্টেম্বর এ উৎসবে ছবির বিশ্ব প্রিমিয়ার হচ্ছে; টিকিট ছাড়ার পরপরই দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন।
গতকাল বিকেলে মেহজাবীন চৌধুরী প্রথম আলোকে জানান, পরশু রাতে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য তিনটি টিকিট কাটার চেষ্টা করেও পাননি।
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকের জন্য সাবা সিনেমার তিনটি প্রদর্শনী রয়েছে। বাকি দুটি শো ৮ ও ১৪ সেপ্টেম্বর। আরেকটি শো শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য।
প্রিমিয়ারে ছবিটি টরন্টোর বন্ধুদের সঙ্গে বসে দেখতে পারছেন না বলে আফসোসে পুড়ছেন মেহজাবীন। ৮ সেপ্টেম্বরের প্রদর্শনীতে তিনি থাকবেন, ইতিমধ্যে তিনটি টিকিটও কেটে ফেলেছেন।
‘ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা থাকার পরও আমাদের বাংলাদেশের সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। সিনেমাটা আমার না হয়ে অন্য কারও হলেও বিষয়টা নিয়ে আমি গর্ববোধ করতাম’, বললেন মেহজাবীন চৌধুরী।
এই সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে সাবার জীবনসংগ্রামকে পর্দায় তুলে এনেছেন নির্মাতা মাকসুদ হোসেন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার।
আগামীকাল বৃহস্পতিবার টরন্টোর পথে উড়াল দেবেন বলে জানান নির্মাতা মাকসুদ।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেহজাবীন ও মোস্তফা মন্ওয়ারের যাওয়ার কথা রয়েছে। ফিউশন পিকচারসের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ।
এখনো দেশে মুক্তি পায়নি ‘সাবা’। ছবিটি দেশের দর্শকের সামনে কবে আসবে, জানতে চাইলে নির্মাতা মাকসুদ প্রথম আলোকে জানান, আগামী বছরের শুরুর দিকে ছবিটি দেশে মুক্তি পাবে। এর আগে ছবিটি নিয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন মাকসুদ হোসেন। নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিতি। বর্তমানে বেবিমুন নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন তিনি।