কাবিলাকে পেয়েই সবার সামনে নাচলেন নাসরিন

কাবিলা ও নাসরিন। ছবি: প্রথম আলো

একসময় সিনেমায় গল্পে নায়ক–নায়িকার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেত অভিনয়শিল্পী কাবিলা ও নাসরিনকে। সহ–অভিনেতা হিসেবে তাঁদের নাচতে ও গাইতে দেখা যেত। কিন্তু বেশ কয়েক বছর ধরেই তাঁদের খুব একটা একসঙ্গে পর্দায় দেখা যায় না। আজ তাঁদের একসঙ্গে দেখা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটকেন্দ্রের সামনে। সেখানে কাবিলাকে পেয়েই নাচতে শুরু করলেন নাসরিন। উপস্থিত সবাইকে গান গেয়ে শোনালেন এই অভিনেত্রী।

কাবিলা ও নাসরিন। ছবি: প্রথম আলো

শিল্পী সমিতির নির্বাচনে ভোট শুরু হওয়ার পর থেকেই ভোটকেন্দ্রের সামনে সক্রিয় ছিলেন নাসরিন। সবার কাছেই তিনি পছন্দের প্রার্থীর জন্য ভোট চান। দুপুরের দিকে ভোট দিতে আসেন কাবিলা। কমেডি ও খল অভিনেতা নিজেও নির্বাচনে মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদের হয়ে দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচন করছেন।

কাবিলাকে দেখেই নায়িকা রত্না নাসরিনকে ডাকতে থাকেন। নাসরিন কাবিলাকে পেয়ে ভোট চান। পরে তাঁকে ধরে নাচতে থাকেন। একই সঙ্গে ‘আমার প্রাণের স্বামী’ সিনেমার ‘বরিশাল্লা বুঝলিনারে আমি ঢাকাইয়া’ শিরোনামে একটি গান গাইতে থাকেন নাসরিন। সেই গানের সঙ্গে নাচেন কাবিলা। তাঁরা পি এ কাজল পরিচালিত সিনেমায় এই গানের সঙ্গে নেচেছিলেন। কাবিলা বর্তমানে কথা বলতে পারেন না।

কাবিলা, নাসরিন ও অমিত হাসান। ছবি: প্রথম আলো

নাসরিন বলেন, ‘কাবিলা ভাইয়ের সঙ্গে আমি অনেক সিনেমায় অভিনয় করেছি। এখন সেই আগের মতো সিনেমা হয় না। সিনেমা কমে গেছে। আমরাও সিনেমা কম করি। দেখা হয় কম; কিন্তু আমাদের সম্পর্কটা আগের মতোই আছে। দেখা হলে ভালো লাগে।’
কণ্ঠনালি সমস্যার কারণে অনেক বছর ধরে কথা বলতে পারছেন না কাবিলা। প্রথম আলো শুনে তিনি বললেন, ‘আমি জোরে কথা বলতে পারি না। আগের মতো আর এফডিসিতেও আসা হয় না। নির্বাচনের জন্য এসেছি। সবার সঙ্গে দেখা হয়, ভালো সময় কাটে।’