ছবির চরিত্রটি আগেই বলছি না, এতটুকুই বলি, বেশ জটিল: মিশা সওদাগর
চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারি ‘নাইন এমএম’ সিনেমায় যুক্ত হয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। মিশা প্রথম আলোকে বলেন, ‘মাসখানেক ধরে ছবিটি নিয়ে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। মাঝে ছবির গল্প শুনেছি, আমার চরিত্র শুনেছি। আমার জন্য এটি অন্য রকমের কাজ হবে। গত সপ্তাহে চুক্তি করেছি। শিডিউলও দিয়েছি।’
মালেক আফসারীর পরিচালনায় সর্বশেষ ‘পাসওয়ার্ড’ সিনেমায় কাজ করেছেন মিশা সওদাগর। এটি ২০১৯ সালে ঈদে মুক্তি পায়। ছবিটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকেরও এটি ছিল শেষ ছবি। মিশা বলেন, ‘“নাইন এমএম” পরিচালকের ২৫তম ছবি। এ জন্য পরিচালকের কাছে ছবিটির গুরুত্ব যেমন, শিল্পী হিসেবে আমার কাছেও গুরুত্ব আছে ছবিটির। এতটুকুই জানি, এই ছবিটির কাজও বড় আয়োজনেই হবে। সময় নিয়ে কাজটি সফলভাবে করতে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।’
থ্রিলার, অ্যাকশন ঘরানার গল্পের ছবি এটি। চরিত্রটি কেমন? জানতে চাইলে মিশা বলেন, ‘“পাসওয়ার্ড” ছবিতে আমার চরিত্র ছিল সেমি সাইকো রকমের ভিলেন। তবে এই ছবির চরিত্রটি আগেই বলছি না, এতটুকুই বলি, বেশ জটিল। দর্শকের আকর্ষণ করার মতো একটি চরিত্র এটি। কারণ, শত শত সিনেমায় কাজের অভিজ্ঞতায় এই চরিত্রটি পড়ে তেমনটিই মনে হয়েছে আমার।’
পরিচালকের কাজের প্রতি আস্থার কথা উল্লেখ করে ঢালিউডের এই খলনায়ক বলেন, ‘বাণিজ্যিক ছবির পরিচালক হিসেবে শতভাগ সফল পরিচালক মালেক আফসারী। সিনেমার সুদিনে একসময় তাঁর নামেই সিনেমা চলত। তাঁর সঙ্গে কাজ করতে অপেক্ষা করতেন শিল্পীরা। আমি সিনেমায় আসার আগেই তাঁর পরিচালিত “ঘৃণা”, “ক্ষতিপূরণ”সহ অনেক ছবি সিনেমা হলে দেখেছি। সেসব ছবি দেখে মুগ্ধ হয়েছি আমি।’
পরিচালক জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এর শুটিং শুরু হবে। বর্তমান ছবিটির নায়ক, নায়িকাসহ অন্যান্য শিল্পী নির্বাচনের প্রক্রিয়া চলছে।