‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল আসছে, মেঘনা হয়ে ফিরছেন জয়া

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসানফেসবুক

পশ্চিমবঙ্গের নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ছবি ‘অর্ধাঙ্গিনী’। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবার কাছে সমাদৃত হয় সিনেমাটি। সিনেমাটিতে ফুটে উঠেছিল বিয়ে ও সম্পর্কের টানাপোড়েন। এই ছবির পরের কিস্তি নিয়ে নানা সময়ে কথা হয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

গত রোববার একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর তার পর থেকেই শুরু হয় ‘অর্ধাঙ্গিনী ২’ নিয়ে জল্পনা। এই ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে বলেই খবর। জানা যাচ্ছে, জুন মাস থেকেই নাকি শুরু হবে ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং।

জয়া আহসান
খালেদ সরকার

তবে শুটিং শুরুর আগে ছবির ‘মেঘনা’ অর্থাৎ জয়া রহমানকে একটি আমন্ত্রণপত্র পাঠালেন পরিচালক। আর সেই আমন্ত্রণপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন জয়া আহসান। সেই চিঠিতে লেখা রয়েছে, ‘আজও “অর্ধাঙ্গিনী”! যেখানে শেষ হয়েছিল শুভ্রা–মেঘনার গল্প, সেখান থেকেই শুরু হবে আবার! আজ বদলে যাওয়া সময়ের ভুলভুলাইয়ায় আটকে গিয়েছে দুই নারী! সুমন চ্যাটার্জির প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দ্বৈরথ। আবার বড় পর্দায়! দুই বছর পরও সব একই থাকবে, সেটা আশা করাটা কি ঠিক হবে?’

তাহলে এই ছবির নাম কি হতে চলেছে ‘আজও অর্ধাঙ্গিনী’? জয়ার পোস্ট করা পরিচালকের সেই আমন্ত্রণপত্র দেখে এমনটাই মনে করা হচ্ছে। শুধু তা–ই নয়, বোঝা যাচ্ছে, এই ছবিতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তবে যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। সঙ্গে থাকবে সুমন চ্যাটার্জির বর্তমান ও প্রাক্তন দুই স্ত্রীর জীবনের গল্প।

এই মুহূর্তে কলকাতায় আছেন জয়া আহসান। একসঙ্গে কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। শিগগিরই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় জয়ার চরিত্রটি চূর্ণীর সঙ্গে পাল্লা দিয়ে গিয়েছে সমানতালে। বিপদে দিশেহারা আবার সংকট কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী মনোভাব এবং নিজস্ব দাবি আদায়ে লড়াকু চরিত্র শক্তভাবে ফুটিয়ে তোলায় কলকাতা-ঢাকার দর্শকদের প্রশংসা পেয়েছেন জয়া। এ ছবির জন্য ফিল্মফেয়ারে পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কারও পান বাংলাদেশি অভিনেত্রী।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন