‘লাল শাড়ি’তে আর্থিক সহযোগিতা করেছেন শাকিব খান, জানালেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাসকোলাজ

প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। একই ঈদে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। নিজের ছবির পাশাপাশি সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানান দেশের চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এ তারকা। শাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুকে ‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানানোর পরই কৃতজ্ঞতা পোষণ করেছেন অপু বিশ্বাস। শ্রদ্ধার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।’

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খান
পরিচালকের সৌজন্যে

অপুর শেয়ার করা পোস্টের মন্তব্যের ঘরে অনেকে অনেক ধরনের কথা লিখেছেন। কেউ লিখেছেন, ‘আপু আপনাদের আবার একসাথে ফিল্ম দেখতে চাই। আমার ভালোবাসার দুজন অভিনয়শিল্পী। আই লাভ শাকিব-অপু।’ আরেকজন লিখেছেন, ভালো লাগল, পাশাপাশি মনটা ভালো হয়ে গেল প্রিয় হিরো।’

‘লাল শাড়ি’ সিনেমার একটি গানে অপু বিশ্বাস
পরিচালকের সৌজন্যে

ফেসবুকে শাকিব খানের এ রকম পোস্ট দেওয়ার পর জানা গেল আরও কিছু তথ্য। তাতে অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি’ ছবির ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। ওই সময়টায় ছবিটির কাজ ঠিকঠাক করার জন্য শাকিব খান তাঁকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন। গতকাল শুক্রবার ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে সংবাদমাধ্যমকে এমন কথা বলেন অপু বিশ্বাস।

‘প্রিয়তমা’ ছবির লুকে শাকিব খান
ছবি : পরিচালকের সৌজন্য

সাংবাদিকদের অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান যদি আমাকে সাপোর্ট না করতেন, হয়তো ছবিটি প্রযোজনার কাজ শেষ করে ওঠতে পারতাম না। আমার লাল শাড়ি ছবিটি করতে গিয়ে ফিন্যান্সিয়ালি আটকে পড়েছিলাম। শাকিবকে বলার সঙ্গে সঙ্গেই কোনো প্রশ্ন না করেই সাপোর্ট করেছে। আমার সমস্ত সাফল্য আর কৃতিত্ব শাকিব খানের কারণেই।’

‘লাল শাড়ি’ চলচ্চিত্রে অপু বিশ্বাস ও সাইমন সাদিক
সংগৃহীত

নিজের প্রযোজিত ও অভিনীত ‘লাল শাড়ি’ ছবির পাশাপাশি শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটিও দেখার আহ্বান জানাচ্ছেন অপু বিশ্বাস। কথায় কথায় অপু বিশ্বাস আরও বলেন, ‘শাকিব খান একজন বড় মনের মানুষ। আমি তার পরেই সিনেমায় এসেছি। এরপর আমাকে প্রোমোট করে শাকিব অপু বিশ্বাস বানিয়েছে। তাই তো আমি সবাইকে প্রিয়তমা ছবিটি দেখতে বলব। যদিও ঈদের দিন থেকে সিনেমাটি সুপারডুপার যাচ্ছে। এই ছবিটি অসাধারণ সাফল্য বয়ে আনবে, যা গেল কয়েক বছরেও কেউ দেখেনি।’

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল
ছবি : পরিচালকের সৌজন্যে

‘লাল শাড়ি’ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’ ছবিটি অপু-জয়—এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হয়েছে। জয়ের পুরো নাম আব্রাহাম খান জয়, শাকিব খানের সন্তান। সন্তানের নামটি ছবির প্রযোজনায় দেখার বিষয়টি বাবা শাকিবকে বেশ আবেগতাড়িত করেছে, তাই ছবিটি দেখার আহ্বান জানান শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবির পরিচালক হিমেল আশরাফ।