শাকিব খানের সঙ্গে আমার তুলনা করে লাভ নেই...

’শ্যামাকাব্য’ সিনেমার দৃশ্য
ছবি: ফেসবুক থেকে

মুক্তির আগে দুই সপ্তাহের বেশি সময় ধরে প্রচারণায় সরব ‘শ্যামাকাব্য’ ছবির পরিচালক, শিল্পী ও কলাকুশলীরা। সরকারি অনুদানের এই ছবি ৩ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির আগে ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ছবির অভিনয়শিল্পীরা ছাড়াও অনেক তারকার সম্মিলন ঘটে। তাঁরা ‘শ্যামাকাব্য’ ছবির প্রশংসা করেন। বদরুল আনাম সৌদ তাঁর এই ছবি স্টার সিনেপ্লেক্স থেকে প্রত্যাহার করে নিয়েছেন।

শ্যামাকাব্য সিনেমার অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও নীলাঞ্জনা নীলা

ঢাকার স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পায় বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামাকাব্য’। মুক্তির তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেন ছবিটি। এ নিয়ে গতকাল রোববার রাতে ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন সৌদ। তাতে তিনি বলেছেন, ‘আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। মুক্তির পূর্ব থেকে গতকাল পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিল, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আমি জানি। ছবি না চললে তো নামিয়ে দেবেন, এটাই স্বাভাবিক। এর বাইরে কোনো গল্পই নেই। পৃথিবীজুড়ে এটিই স্বাভাবিক, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। কিন্তু এটা আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না। প্লিজ।’

কলকাতার স্টুডিওতে গান রেকর্ডিংয়ের পর পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে ‘শ্যামা কাব্য’ ছবির পরিচালক বদরুল আনাম সৌদ
ছবি : পরিচালকের সৌজন্যে

‘শ্যামাকাব্য’ ছবিটি এখন প্রদর্শিত হচ্ছে লায়ন্স ও যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে জানিয়ে সৌদ তাঁর ভিডিও বার্তায় গতকাল রাতে এ-ও বলেছেন, ‘আমাকে আরও বলা হয়েছে, প্রদর্শনী নিয়ে যে অভিযোগ করেছি, হল নম্বর ৩ নিয়ে, সেখানে এখন “রাজকুমার” চলছে শাকিব খানের। সেখানে অনেক দর্শক আছেন। শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় স্টার। শাকিব খানের ছবি দেখতে প্রজেকশন সিস্টেম যাই থাক না কেন, দর্শক আসবেই। আর শাকিব খান সেটা অর্জন করেছেন। কিন্তু ঘটনাচক্রে আমাদের সিনেমাটা গল্পনির্ভর, আমরা কেউ এত বড় স্টার না—তাতেও কোনো সমস্যা না। সব ধরনের ছবি হবে। এখন আমার ছবিটি একটি বেটার  প্রজেকশনসহ প্রেক্ষাগৃহ পেয়েছে, তারপরও অনেক দর্শক হয়নি বা শাকিব খানের সিনেমার ধারেকাছে টিকিট বিক্রি হয়নি বলে সেটি আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে এভাবে, ৩ নম্বর প্রেক্ষাগৃহে তো আজকে এত দর্শক, তারপরও কেউ কোনো অভিযোগ করছে না।’

কথায় কথায়  সৌদ বললেন, ‘আরে শাকিব খানের সঙ্গে আমার তুলনা করে লাভ নেই। আমার সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা বলেন এবং আমাকে এ ধরনের কথাগুলো বলবেন না প্লিজ। একজন নির্মাতা এবং প্রযোজকের জন্য এগুলো অসম্মানজনক। প্রত্যেকটা ছবির আলাদা মেরিট থাকে। আমাদের ছবিটার ব্যাপারেও আমাদের আশাবাদ ছিল, ওয়ার্ড অব মাউথ এবং আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন—তাঁদের প্রচারণায় ছবিটি আস্তে আস্তে ভালো জায়গায় যাবে—এমনটাই বিশ্বাস। কিন্তু তিন দিনের মাথায় সকালে ছবিটি তুলে নিতে বাধ্য হয়েছি। মনে হয়েছে বারবার, কয়েক দিন ধরে আমাকে অসম্মান করা হয়েছে। বারবার বলেছে, ছবিটি না চললে কিন্তু নামিয়ে দেওয়া হবে। জানি, আমি জানি যে ছবি না চললে নামিয়ে দেওয়া হবে। কিন্তু এটা আমাকে বারবার মনে করিয়ে দেওয়া খুবই অসম্মানজনক।’

সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।