আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘১৯৭১ সেই সব দিন’

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার দৃশ্যে সানজিদা প্রীতি ও সজলছবি : পরিচালকের সৌজন্যে

গত বছরের ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় হৃদি হকের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। মুক্তির পর দর্শকের কাছে প্রশংসিত হয় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি। এই সিনেমা আবারও মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। আজ শুক্রবার থেকে সিনেমাটি দেখা যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও সনি স্কয়ার শাখায়।

এর আগে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটি ভালো ব্যবসা করে। পরে ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পায়।

আরও পড়ুন

নতুন করে ছবি মুক্তি পাওয়া নিয়ে সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস শুরু হয়েছে। এসব চিন্তা থেকেই সিনেমাটি আবার আমরা প্রদর্শন করছি।’

সিনেমার পরিচালক হৃদি হক বলেন, ছবিটির চাহিদা সব সময় থাকছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হওয়ার পর দর্শকের প্রতিক্রিয়া ছিল খুবই আবেগঘন। এ ছাড়া নানা সময়ই স্টার সিনেপ্লেক্সে দর্শকেরা গিয়ে জানতে চাইতেন, ‘১৯৭১ সেই সব দিন’ চলছে কি না, চলবে কি না। এসব কথা মাথায় রেখেই হয়তো সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ছবিটি আবার মুক্তি দিয়েছে।

সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই ‘১৯৭১ সেই সব দিন’–এর গল্প। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। এ ছাড়া তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।