দেব এসেছিলেন মাত্র এক মাসের জন্য, কাটিয়ে দিলেন ১৮ বছর!
পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় এই সময়ের অন্যতম আলোচিত তারকা দেব। কেবল অভিনয়ের জন্যই নয়, প্রযোজক হিসেবেও গত বছরে সিনেমা ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কেবল মূলধারার বাণিজ্যিক সিনেমাই নয়, নানা ধরনের সিনেমায় বিনিয়োগ করেছেন দেব; নিজেও করেছেন বিনিয়োগ। তবে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে দেব জানালেন, তিনি সিনেমায় এসেছিলেন মাত্র এক মাসের জন্য!
দীর্ঘ এই সাক্ষাৎকারে নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বলেছেন দেব। তিনি জানান, ‘অগ্নিশপথ’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
তিনি বলেন, ‘আমি বলব প্রথম সুযোগ পাওয়াটাই টার্নিং পয়েন্ট। “অগ্নিশপথ” আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ, ছবিটি না হলে আমি কলকাতায় আসতাম না। তারপর এসভিএফের সঙ্গে যোগাযোগ হয়, পরের ছবি হয়। প্রথমটা না হলে আমি হয়তো মুম্বাইতেই থেকে যেতাম।
ওখানে সহকারী পরিচালক হিসেবে কাজ করতাম বা বাবার কাটারিং ব্যবসায় যোগ দিতাম, না হয় কোনো চাকরি খুঁজে নিতাম বা মডেলিং করতাম। আমি অনেক কিছুই হতে পারতাম। আমি তো বাই ফ্রুক চলে এসেছিলাম। আসলে সেই সময় মুম্বাই থেকে বেরোতে চাইছিলাম। তাই কিছু না ভেবেই আসা। তখন আমি জানতাম, এক মাসের বেশি এখানে (কলকাতায়) থাকব না। তাই কিছু না ভেবেই আসা। ছবি করব, চলে আসব। কে জানত এক মাসের জন্য এসে আঠারো বছর থেকে যাব!’
গত মাসেই অভিনয় ক্যারিয়ারের আঠারো বছর পূর্ণ করেছেন দেব। তখন নিজের এক্স হ্যান্ডলে মজা করে তিনি লিখেছিলেন, ‘হ্যালো সবাই, অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হলাম। মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হলো আরকি! বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতিবছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য।’
পোস্টটিতে নিজের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’-এর পোস্টারও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।