‘মা’ নিয়ে ক্যাফে লাইভে আসছেন পরীমনি

পরীমনিছবি: সংগৃহীত

২৬ মে মুক্তি পেয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। ধনীর দুলালি, যাত্রাপালার নায়িকা কিংবা সংবাদকর্মী—আট বছরের ক্যারিয়ারে বহু চরিত্রে পরীমনিকে পাওয়া গেছে। প্রথমবারের মতো মায়ের চরিত্রে দর্শকের সামনে এসেছেন তিনি। সিনেমা মুক্তি ও নতুন এই চরিত্র নিয়ে আলোচনা করতে আজ প্রথম আলো ক্যাফে লাইভে আসছেন পরীমনি।
রোববার রাত সাড়ে আটটায় শুরু হবে এ লাইভ অনুষ্ঠান। এ অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গীতিকার কবির বকুল। পর্দায় মায়ের চরিত্রে যখন অভিনয় করছেন, তখন নিজেও অন্তঃসত্ত্বা ছিলেন পরীমনি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং, নতুন একটা চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয়ে ক্যাফে লাইভে কথা বলবেন পরীমনি।

গত শুক্রবার তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘মা’। ঢাকার মিরপুরের সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে নিজের সন্তান রাজ্যকে নিয়ে সিনেমাটি দেখেন পরীমনি। সঙ্গে ছিলেন ছবিতে পরীমনির সন্তানের চরিত্রে অভিনয় শিশুটিও। সিনেমা মুক্তির আগে ২০ মে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে সিনেমাটির প্রিমিয়ার হয়।

চিত্রনায়িকা পরীমনি
ফেসবুক

১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মা’। নিজের সাত মাস বয়সী সন্তানের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারেননি বীণাপাণি বড়ুয়া। সন্তানকে নিয়ে তাঁর লড়াইয়ের গল্প তুলে এনেছেন নির্মাতা। বীণাপাণি বড়ুয়া চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।

প্রথম আলোয় পরীমনি
ছবি : খালেদ সরকার