অবশেষে মুক্তি পেয়েছে ‘পটু’

আজ মুক্তি পেল ভিন্ন ধারার সিনেমা ‘পটু’কোলাজ

ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গেল ঈদে। ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষে। প্রস্তুতি নিয়ে শেষ পর্যন্ত ঈদে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন পরিচালক ও প্রযোজক। অবশেষে আজ মুক্তি পেল ভিন্ন ধারার সিনেমা ‘পটু’। ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইভান সাইর। দুজনেরই প্রথম সিনেমা এটি।
‘পটু’ মূলত ক্রাইম থ্রিলার জনরার একটি সিনেমা। এর অভিনয় শিল্পীরা নতুন। পদ্মাপাড় রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে নির্মাণ হয়েছে ছবিটি। রাজশাহীর ভীষণ দুর্গম এলাকা চরখানপুরে টানা ২২ দিন শুটিং হয়েছে ছবিটির। এ ছাড়া রাজশাহী শহর ও নওগাঁয় হয়েছে কিছু শুটিং। চর, চরের জীবন নিয়ে এগিয়েছে ‘পটু’র গল্প। ঢাকার চারজন অভিনয়শিল্পী আছেন এতে।

ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন
ফেসবুক থেকে

‘পটু’ স্থান পেয়েছে মাত্র ছয় প্রেক্ষাগৃহে। তবে আশার কথা চারটিই মাল্টিপ্লেক্স। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখা-বসুন্ধরা সিটি, মিরপুর সনি ও রাজশাহীর হাইটেক পার্ক। এর বাইরে ঢাকার ব্লকবাস্টার, কেরানীগঞ্জের লায়ন এবং সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারেও ছবিটি দেখা যাচ্ছে।  

ছবিটির প্রধান চরিত্র ইভান সাইর সংবাদমাধ্যমকে বলেন, ‘দেশে প্রচুর সিনেমা হচ্ছে। এসবের মধ্যে “পটু” একদমই অন্য ধরনের একটি ছবি। এখানে অভিনয়শিল্পী, লোকেশন, নির্মাতা অনেক কিছুই নতুন। যাঁরা অন্য তারকার ভক্ত, তাঁদের কাছেও আমাদের আহ্বান, ছবিটা দেখবেন। যদি ছবিটার কোনো কিছু ভালো লাগে, একটু উৎসাহ দেবেন।’ একই মন্তব্য পরিচালকেরও।
‘পটু’র বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলরুবা দোয়েল, আফরা সাইয়ারা, শোয়েব মনির, গালিব সর্দার প্রমুখ।