‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী ভাবনার মেকআপ ছাড়া ১২টি ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। প্রায় নতুন নতুন ছবি শেয়ার করেন ফেসবুক, ইনস্টাগ্রামে। আজ বৃহস্পতিবার শেয়ার করলেন বেশ কিছু নতুন ছবি। ছবিগুলোর বৈশিষ্ট্য মূলত মেকআপ ছাড়া ভাবনা। হঠাৎ মেকআপ ছাড়া ছবি কেন? জানতে চাইলে ভাবনা বলেন, ‘মেকআপ ছাড়া ছবি তুলতে চাচ্ছিলাম। বরাবরই আমার মেকআপ ছাড়া ছবি তুলতে ভালো লাগে, এবার যুক্ত হয়েছে কাজল।’ চলুন দেখে নিই ভাবনার সাম্প্রতিক সময়ে মেকআপ ছাড়া ১২টি ছবি

১ / ১২
এ ছবি শেয়ার করে ভাবনা রবীন্দ্রনাথের আশ্রয় নিয়েছেন, ‘তুমি কাহার সন্ধানে দূরে যাও...।’
শিল্পীর সৌজন্যে
২ / ১২
ছবিগুলো গতকাল বুধবার তোলা
শিল্পীর সৌজন্যে
৩ / ১২
ভাবনার বাসায় আলোচকচিত্রী শাহিন মিক্স তুলেছেন ছবিগুলো
শিল্পীর সৌজন্যে
৪ / ১২
চলচ্চিত্রে ভাবনার ক্যারিয়ার শুরু হয় ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে। অনিমেষ আইচ পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি মুক্তি পায় ২০১৭ সালে
শিল্পীর সৌজন্যে
৫ / ১২
নিজের আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী করার পরিকল্পনা আছে ভাবনার
শিল্পীর সৌজন্যে
৬ / ১২
২০২১ সালে ভাবনা অভিনীত দ্বিতীয় ছবি ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন নূরুল আলম আতিক
শিল্পীর সৌজন্যে
৭ / ১২
ছবি আঁকা ভাবনার শখ। ক্যানভাসে ছবি আঁকার মুহূর্তে ছবিগুলো তোলা
শিল্পীর সৌজন্যে
৮ / ১২
২০২২ সালে ভাবনা কাজ করেছেন ‘দামপাড়া’ সিনেমায়। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত
শিল্পীর সৌজন্যে
৯ / ১২
‘যাপিত জীবন’ ছবিটির শুটিং শেষ। ভাবনা জানালেন মুক্তির জন্য চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে
শিল্পীর সৌজন্যে
১০ / ১২
রায়হান খানের সিনেমা ‘পায়েল’–এর কাজ করছেন ভাবনা
শিল্পীর সৌজন্যে
১১ / ১২
.ভাবনার সেই ইচ্ছা পূরণ হয়েছে। অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’-এ নাম লিখিয়েছেন ভাবনা। সিনেমার পরিচালক ভাবনার বাবা হাবিবুল ইসলাম
শিল্পীর সৌজন্যে
১২ / ১২
ক্যারিয়ারে তিনটি সিনেমায় অভিনয় করলেও বাবার কোনো সিনেমায় কাজ করা হয়নি অভিনেত্রী ভাবনার। তাঁর বহুদিনের ইচ্ছা ছিল বাবার পরিচালনায় অভিনয় করবেন
শিল্পীর সৌজন্যে