আবার নির্মাণে সাদাত হোসাইন, ‘রৌদ্রময়ী’তে অভিনয় করেছেন কারা

‘রৌদ্রময়ী’তে খায়রুল বাশার ও কাশপ্রিয়া। ছবি : পরিচালকের সৌজন্যে

২০১৯ সালে ‘গহীনের গান’ নামে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন লেখক সাদাত হোসাইন। প্রায় চার বছর বিরতি দিয়ে আবার নির্মাণে ফিরলেন এই লেখক। এবার বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রৌদ্রময়ী’। সম্প্রতি রাজধানীর মিরপুর, উত্তরা ও আশুলিয়ার লোকেশনে শুটিং শেষ হয়েছে চলচ্চিত্রটির।

আরও পড়ুন

বিরতি প্রসঙ্গে ‘নির্বাসন, ‘শঙ্খচূড়, ‘আরশিনগর’-এর লেখক প্রথম আলোকে বলেন, ‘“গহীনের গান” নির্মাণের  পর নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ, আমার প্রথম পছন্দ গল্প ও উপন্যাস লেখা। এর বাইরে সময় করে পরিচালনা করি। অনেক দিন পর এবার নির্মাণের সময়টা বের করতে পেরেছি। ফলে কাজটি করলাম।’

‘রৌদ্রময়ী’একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের গল্প। যে নিজের ইচ্ছার বিরুদ্ধে কেবল বাবা-মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিকেলে পড়তে বাধ্য হয়। কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে, যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছে নেয় সে। কিন্তু সেখান থেকে সে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরতে পারে কি না, তা-ই নিয়ে গল্প।

‘রৌদ্রময়ী’তে সাদিয়া আয়মান। ছবি : পরিচালকের সৌজন্যে

হতাশ ও বিষাদগ্রস্ত একজন তরুণের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার। চরিত্রের নাম শুভ। কাজটি নিয়ে খাইরুল বাশার বলেন, ‘ভিন্নতার চাইতে কাজটি আমার কাছে দায়িত্ব মনে হয়েছে। তরুণ প্রজন্মের দিকনির্দেশনার চরিত্র এটি। এ কারণেই কাজটি করেছি, এতে যুক্তি হয়েছি আমি।’

এই অভিনেতার কথা, ‘বর্তমান এই তারুণ্যের সময়ে সামাজিক, পারিবারিক বাস্তবতায় নানা ধরনের অসংগতি মোকাবিলা করে আমাদের সামনে যেতে হচ্ছে। সেই জায়গা ধরার চেষ্টা এখানে। চরিত্রটি তরুণদের দিকনির্দেশনার পথ দেখাবে।’

‘রৌদ্রময়ী’তে কাশপ্রিয়া ও খায়রুল বাশার। ছবি : পরিচালকের সৌজন্যে

প্রজন্ম ওয়েভের ব্যানারে নির্মিত ‘রৌদ্রময়ী’তে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, মাঈন হাসান, অশোক ব্যাপারী, আশা রোজি, কাশপ্রিয়া প্রমুখ।

এতে বেলাল খানের সুর ও কণ্ঠে ‘যখন রোদের দিনে রাত নামে’ শিরোনামে একটি গানও আছে। ‘রৌদ্রময়ী’র গল্প লিখেছেন কানিজ ফাতেমা কনিকা। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সাদাত হোসাইন জানান, চলচ্চিত্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে। এরপর প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।