প্রতিযোগী হিসেবে অংশ নেওয়া সেই প্রতিযোগিতায় এবার বিচারক

দক্ষিণ কোরিয়ায় শিলা
ফেসবুক

পড়াশোনার পাশাপাশি করতেন মডেলিং। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’–এর বিজয়ী হয়ে আলোচনায় আসেন শিরিন আক্তার শিলা। পরে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্রচারিত নুহাশ হুমায়ূনের বহুল প্রশংসিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’-এ অভিনয় করেন। এ সিরিজে সোহেল মণ্ডলের সঙ্গে ‘পেতনি’ চরিত্রে অভিনয় করেন। চরিত্রের প্রয়োজনে নিজের আই ভ্রু কেটে ফেলেছিলেন এই অভিনেত্রী। প্রায় দুই মাস আই ভ্রু ছাড়া ছিলেন শিলা। এই চরিত্রের জন্য প্রশংসাও পেয়েছিলেন তিনি। এ ছাড়া ৮ অক্টোবর অনুষ্ঠিত চরকি কার্নিভ্যালেও সোহেল মণ্ডলের সঙ্গে পারফর্ম করেন শিলা। যে পারফরম্যান্সের জন্য হন ব্যাপক প্রশংসিত।

শিরিন আক্তার শিলা
ফেসবুক

এবার দক্ষিণ কোরিয়ার এশিয়া মডেল ফেস্টিভ্যালে যাচ্ছেন শিলা। এই ফেস্টিভ্যালে বিচারকের আসনে বসবেন বলে জানিয়েছেন শিলা। তিন বছর আগে এ প্ল্যাটফর্মে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। এ প্রসঙ্গে আজ এক ফেসবুক পোস্টে শিলা লিখেছেন, ‘এশিয়া মডেল ফেস্টিভ্যালে বিচারকের আসনে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। ২০১৯ সালে এ প্ল্যাটফর্মে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলাম। আমার মনে আছে, তখন আমি কতটা নার্ভাস ছিলাম।’

আরও পড়ুন

তিনি আরও লেখেন, ‘আমি কখনো কল্পনাও করিনি, তিন বছর পর আমি এ প্ল্যাটফর্মের বিচারকের আসনে বসে এশিয়ার প্রতিভাবান প্রতিযোগীদের মূল্যায়ন করব।’

শিরিন আক্তার শিলা
ফেসবুক

এর আগে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার আগে বিমানবন্দরের বেশ কিছু ছবি পোস্ট করে গতকাল নিজের ফেসবুকে শিলা লিখেছেন, ‘অনেক দিন পর দেশের জন্য কিছু অর্জন করতে যাচ্ছি। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আবারও দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে হচ্ছে। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ।’ তাঁর পোস্টের নিচে অনেক ভক্তই তাঁকে শুভকামনা জানিয়েছেন।