একটা টিকিট কি হবে....

ঈদের সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সর বসুন্ধরা সিটি শাখায় দর্শকের ভিড়ছবি: সংগৃহীত

এক পরিবারের চার সদস্য নিয়ে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় ‘দাগি’ দেখতে এসেছে মাহবুব হোসেন। কিন্তু টিকিট মিলেছে মোট তিনটি। হন্যে হয়ে তাই একটি টিকিট খুঁজছেন তিনি। আজ দুপুরে ঈদের সিনেমা কেমন চলছে জানতে গিয়ে চোখে পড়ল এমন দৃশ্য। দেখা গেল, ওই ভদ্রলোক প্রত্যাশামতো টিকিট না পেয়ে কাউন্টারের আশপাশে যাকেই পাচ্ছেন, বলছেন, ‘ভাই “দাগি”র বাড়তি টিকিট হবে?’ এ অবস্থা যেন সব জায়গায়। ঈদের টিকিটের চাপ, সঙ্গে সপ্তাহের ছুটির দিন শুক্রবার, তাই ‘দাগি’, ‘বরবাদ’, ‘জংলি’ সিনেমার টিকিট না পেয়ে স্টার সিনেপ্লেক্স থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে দর্শকদের।

শুক্রবার ঈদের সিনেমার টিকিট না পেয়ে স্টার সিনেপ্লেক্স থেকে হতাশ হয়ে ফিরতে হয়েছে অনেক দর্শকদের।
ছবি: সংগৃহীত

খোঁজ নিয়ে জানা গেল, আজ স্টার সিনেপ্লেক্সের পান্থপথের বসুন্ধরা শাখায় সবচেয়ে বেশি সাতটি করে প্রদর্শনী ছিল শাকিব খানের ‘বরবাদ’ ও আফরান নিশোর ‘দাগি’ সিনেমার। সিয়াম আহমেদের ‘জংলি’র প্রদর্শনী চারটি। আর মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’–এর রয়েছে একটি শো। শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত চারটি সিনেমার মধ্যে শুধু কিছু টিকিট পাওয়া যাচ্ছে ‘চক্কর’ সিনেমার। তবে তা যে সন্ধ্যায় শোর আগে ফুরিয়ে যাবে, তা ধারণা করাই যায়। এদিকে শুধু আজ নয়, শনিবারও একই চিত্র। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’–এর সিংহভাগ টিকিট বুকড হয়ে গেছে। আগামীকালও যে অনেককেই ছবি না দেখে ফিরতে হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

‘বরবাদ’ সিনেমা নির্মাণ করেছেন মেহেদী হাসান। এ নির্মাতা ফেসবুক পোস্টে জানিয়েছেন, আজ শুক্রবার সব মাল্টিপ্লেক্স মিলিয়ে ‘বরবাদ’ সিনেমার শো ৭২টি, প্রায় সব শো হাউসফুল। সারা দেশের প্রেক্ষাগৃহে চলবে প্রায় ৪৪০টি শো। ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, করভী মিজান, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত।

ঈদের সিনেমা দেখতে স্টার সিনেপ্লেক্সর বসুন্ধরা সিটি শাখায় দর্শকের ভিড়।
ছবি: সংগৃহীত

‘দাগি’ সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা গেছে আফরান নিশো ও তমা মির্জাকে। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। এই সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরেছেন নিশো। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিম।
এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, বুবলী ও দীঘি। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।
ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘চক্কর ৩০২ ’। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। হলের সংখ্যাও কম। তবে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন।

আরও পড়ুন