ঠান্ডার মধ্যে শুটিংয়ে ববির ‘অবস্থা খারাপ’

চিত্রনায়িকা ববি

বরিশালের এক দ্বীপে সিনেমার শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী ববি। মাঝে খানিকটা সেরে উঠেই উড়াল দেন লন্ডনে, ‘বেইমান’ নামের একটি সিনেমার শুটিং করছেন তিনি। গতকাল সোমবার প্রথম আলোকে ববি জানান, গত শনিবার হিথরো বিমানবন্দরে নেমেছেন তিনি; সেদিন থেকেই টানা তিন দিন শুটিং করেছেন তিনি।
ববির ভাষ্যে, লন্ডনের ঠান্ডায় শুটিং চালিয়ে নিতে অনেকটাই নাকাল হতে হয়েছে তাঁকে। ববি বলেন, ‘ঠান্ডার মধ্যে শুটিং করছি। বাংলাদেশে থাকতে গত মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলাম। পুরোপুরি সুস্থ না এখনো। তাই ঠান্ডার মধ্যে কাজ করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তবে এখানকার লোকেশন খুব সুন্দর, কষ্ট হলেও মন ভরে যাচ্ছে।’

‘বেইমান’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে নেহা নামের এক তরুণীকে ঘিরে, স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে হত্যা করে এক রাজাকার। সেই রাজাকার লন্ডন পালিয়ে যায়। সেই রাজাকারকে খুঁজতে লন্ডনে যায় নেহা। সিনেমায় নেহা চরিত্রে দেখা যাবে ববিকে।

চলচ্চিত্র তারকা ববি হক

১৮ দিন সিনেমার শুটিং করবেন, এরপর ‘নাইট ইন লন্ডন’ নামের আরেকটি সিনেমার শুটিং করবেন ববি, এতে একজন যৌনকর্মীর চরিত্রে পাওয়া যাবে ববিকে। চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘আমার খুবই পছন্দের একটি চরিত্র এটি। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেছি। কারণ, এ ধরনের চরিত্রে অভিনয় দেখানোর সুযোগ থাকে। চরিত্র নিয়ে খেলা করা যায়। দর্শকেরাও এখানে আমার চরিত্রের মধ্যে ভিন্নতা খুঁজে পাবেন।’

দুই সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে ১৮ মার্চ ববির দেশে ফেরার কথা রয়েছে। দুটি ছবিরই পরিচালক মিনহাজ কিবরিয়া। তিনি যুক্তরাজ্যেই থাকেন। সেখানকার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করেন। এর আগে ‘সুরিনগর, ‘বিফোর আই ডাই’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

ছবি দুটিতে কাজের সুযোগ হলো কীভাবে, জানতে চাইলে ববি বলেন, ‘কোভিড শেষ হওয়ার পরই পরিচালক বাংলাদেশে গিয়েছিলেন। তখন ছবি দুটি নিয়ে আমার কথা হয়। দেখলাম দেশের বাইরে শুটিং। লোকেশনের যেমন ভিন্নতা পাব, গল্পেরও ভিন্নতা আছে। সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। এরপর তো বছর খানেক ধরে প্রস্তুতি নিয়েছি কাজ দুটির জন্য।’ ‘নাইট ইন লন্ডন’ ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো জানা যায়নি। যুক্তরাজ্যসহ বাংলাদেশেও মুক্তি পাবে ছবি দুটি।