সোহেল রানা বললেন, ‘আমি কখনোই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচি নাই’, চুপচাপ শুনলেন নিশো

নিশো ও সোহেল রানা
ছবি: সংগৃহীত

একসঙ্গে তিন প্রজন্মের নবীন-প্রবীণ তারকা। শুটিং তাঁদের এক করেছে। আলাপ জমে উঠতে সময় লাগেনি মোটেও। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের একাল-সেকালের নানা প্রসঙ্গে আড্ডা জমে ওঠে। সম্প্রতি চ্যানেল আইয়ের একটি ঈদ অনুষ্ঠানের জন্য এক হয়েছিলেন তাঁরা। অভিনেতা সোহেল রানা, রিয়াজ, শাহরিয়ার নাজিম জয় ও আফরান নিশো। তারকাদের সেই মজার আড্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে।
আলোচনার শুরুতেই সোহেল রানাকে দেখা যায়, আফরান নিশোর হাত ধরে রয়েছেন। সোহেল রানার ভাষায়, ‘যেখানে পুরুষের আধিপত্য আছে, যে গল্পে পুরুষদের মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচতে হয় না, এই যে না নাচার প্রচেষ্টা, এটাই আমরা করেছি।’ কথা শেষ না হতেই শাহরিয়ার নাজিম জয় প্রশ্ন করেন, ‘স্যার, আপনি এত বছর অভিনয় করলেন, কখনোই মেয়েদের পেছনে ঘুরে ঘুরে নাচেন নাই?’ সোহেল রানা তখন বলেন, ‘না, আমি নাচি নাই। ৪৫ বছরে ২০০-এর বেশি সিনেমায় অভিনয় করেছি। এক-দুইটা ছবিতে হালকা নেচেছি, তা-ও একা একা, কিন্তু ধরে নাচানাচি করিনি কখনো। আমি যেচে গিয়ে কখনোই কোনো নায়িকাকে বলি নাই, “প্রেম দাও আমাকে, আমি তোমার প্রেমিক, ভালোবাসি।”’

জয়, নিশো, সোহেল রানা ও রিয়াজ
ছবি: সংগৃহীত

আফরান নিশো অভিনেতা সোহেল রানার কথাগুলো মন দিয়ে শুনছিলেন। এর মধ্যেই আবার জয় সোহেল রানাকে প্রশ্নে করেন, ‘যদি কোনো চিত্রনাট্যে থাকত, তাহলে আপনি এগুলো বলতেন না?’ সঙ্গে সঙ্গে সোহেল রানা বলেন, ‘না, বলতাম না। আমি সেই গল্পে অভিনয়ই করতাম না। আমি চিত্রনাট্য পড়ে তারপর সিনেমায় চুক্তিবদ্ধ হতাম। সব দেখে চিত্রনাট্য যা থাকত, সেটাই বলতাম।’
সোহেল রানা তরুণ অভিনেতা আফরান নিশোকে কিছু পরামর্শ দেন। নিশোর উদ্দেশে প্রবীণ এই অভিনেতা বলেন, ‘তুমি ভালো অভিনয় করছ, তুমি অবশ্যই একই রকমের চরিত্রে অভিনয় করবে, যেটাতে তুমি স্বাচ্ছন্দ্যবোধ করো। তুমি হ্যান্ডসাম, ভালো শিল্পী চরিত্র বাছাইয়ের বাইরে যাবে না।’ এ সময় নিশো সোহেল রানাকে সম্মান জানিয়ে বলেন, ‘স্যারের সঙ্গে এটা আমার প্রথম সামনাসামনি দেখা। আমি সব সময় আমার সিনিয়রদের সম্মান শ্রদ্ধা করি। তিনি আমার সম্পর্কে যেটা যেটা ভালো মনে করেছেন, সেটা বলেছেন। এটাকে আমি সম্মান জানাই।’

জয়, নিশো ও সোহেল রানা
ছবি: সংগৃহীত

সোহেল রানার কাজের প্রসঙ্গে নিশো বলেন, ‘তাঁর সব কাজই আমার ভালো লাগে। সময়ের স্রোতে আমরা কাজ করি। এখানে কোনো কম্পেয়ার চলে না। তাঁর (সোহেল রানা) সময়ে তিনি যা করেছেন, আমাদের সময়ে আমরা সেই পথেই হাঁটছি। আমাদের মোটিভ একটাই।’ কাজগুলোর মোটিভ প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আমাদের মোটিভ বিনোদনের মাধ্যমে শিক্ষা দেওয়া অথবা শিক্ষার মাধ্যমে বিনোদন দেওয়া। দুটো মিলেই একটা।’
আড্ডার এ ভিডিও ধারণ করছিলেন শাহরিয়ার নাজিম জয়। কথা প্রসঙ্গে নিশো জয়ের উদ্দেশে বলেন, ‘সোহেল রানা স্যার অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন, সেখানে নারীর পেছনে না ছুটলেও আমি দেখছি আপনাকে (জয়) সিনেমায় নারীর পেছনে ছুটতে। আপনি নারীর পেছনে ছুটেছেন, আমি ছুটি নাই।’ এ কথায় হাসতে থাকেন সোহেল রানাও। জয় তখন মজা করে বলেন, ‘আমি এখানেই ব্যতিক্রম। সোহেল রানা স্যার আমাদের জন্য আশীর্বাদ করবেন।’

সোহেল রানা
ছবি: সংগৃহীত

সবশেষে সোহেল রানা বলেন, ‘আশীর্বাদটা দুজনের জন্যই, তবে ভালোবাসা বেশি থাকবে নিশোর জন্য। কারণ তুমি (নিশোর দিকে তাকিয়ে) পর্দায় নারীর পেছনে ছুটছ না।’ জয় তখন প্রশ্ন করেন, ‘স্যার আপনি নিশোর কথায় কীভাবে নিশ্চিত হলেন, আমি নারীর পেছনে ছুটছি?’ সোহেল রানা তখন বলেন, ‘আমি মাকে বাদ দিয়ে বলেছি। মায়ের পেছনে সব সময় ছুটবে।’ সোহেল রানাকে আগের একই প্রশ্ন আবার করেন জয়। তখন নিশো হেসে বলেন, ‘সবকিছুর ব্যাখ্যা করতে হবে কেন। কিছু জায়গা একটু চুপ থাকো।’ সবাই এবার হো হো করে হেসে ওঠেন। তিন প্রজন্মের এ আড্ডায় যোগ দেন চিত্রনায়ক রিয়াজ। শুরু হয় নতুন আড্ডা। সম্প্রতি একসঙ্গে তাঁরা চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপক কেকা ফেরদৌসী।