এ কোন শোকগাথা! বুকের ভেতর তোলপাড়, শোকস্তব্ধ তারকারা
আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন। অন্যদের মতো এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনেও।
সংগীত পরিচালক ইমন চৌধুরী লিখেছেন, ‘এখন পর্যন্ত ১৯টি তাজা প্রাণ ঝরে গেল। এই মৃত্যু উপত্যকায় সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনা ছাড়া আমাদের আর কিছুই করার উপায় নেই। শোক জানানোর ভাষা নেই।’ নাট্যকার জিনাত হাকিম অসহায় শিশুদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিয়তির খেলায় আমরা এভাবেই অসহায় হয়ে পড়ি। আহারে এই শিশুরা কীভাবে যন্ত্রণা সহ্য করছে! আমার দেখেই তো ঝলসে যাচ্ছে সব। আল্লাহ রহমত দান করুন, আমিন।’
অভিনেত্রী পূজা চেরী লিখেছেন, ‘এখন স্কুল, কলেজেও মৃত্যুর ভয় নিয়ে যেতে হবে।’ ভয়াবহ এই ঘটনায় শোক প্রকাশ করে আরেক অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘এই রকম ভয়াবহ ঘটনা অনাকাঙ্ক্ষিত। শোক নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
সাহায্য করতে পাশে রয়েছেন আর্টসেল ব্যান্ডের ভোকাল লিংকন। তিনি নিখোঁজ একজনের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘মাইলস্টোনের স্কুলের কারও খোঁজের বা ব্লাডের জন্য যেকোনো পোস্টের মাধ্যমে যদি সাহায্য করতে পারি অবশ্যই আমাকে জানাবেন, আমি পোস্ট করব।’
বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো অনেকে নিখোঁজ। কারও কারও লাশ পাওয়া যাচ্ছে। কেউ ছুটছেন প্রিয়জনকে খুঁজতে। এসব নিয়ে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘কী বলব? এ কোন শোকগাথা? বুকের ভেতরে তোলপাড় করছে। কতগুলো বাচ্চা! মা–বাবার অন্তর উপলব্ধি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছি।’