আজ থেকে ‘আম কাঁঠালের ছুটি’

‘আম কাঁঠালের ছুটি’র দৃশ্য। পরিচালকের সৌজন্যে

বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের পর আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা আম কাঁঠালের ছুটি। চলতি মাসের ৬ তারিখ রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ প্রদর্শনীর পর ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়।

আরও পড়ুন

শরীফ উদ্দিনের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে শিশুতোষ ঘরানার চলচ্চিত্রটি। নির্মাতা মনে করেন, ছবিটি দেখে দেশের শিশুরা প্রাকৃতিক পরিবেশ ও নিজস্ব লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হবে। তিনি জানান, সত্তর-আশি কিংবা মধ্য নব্বইয়ের দশকে শিশু-কিশোর তাদের শৈশব-কৈশোর যেভাবে পার করেছে, সেই যাপিত জীবনের আবহে তৈরি ছবিটি।

আট বছর বয়সী একটি শহুরে শিশুকে নিয়ে ছবির গল্প। গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়াতে এসে কীভাবে নতুন এক জগৎ আবিষ্কার করে, খুঁজে পায় বন্ধুত্ব আর রোমাঞ্চের স্বাদ, তারই আখ্যান এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

‘আম-কাঁঠালের ছুটি’ সিনেমার পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান
ছবি : সংগৃহীত

ছবিটিতে অভিনয় করেছেন লিয়ন, জুবায়ের, আরিফ, হালিমা, তানজিল, ফাতেমা প্রমুখ।

আম কাঁঠালের ছুটির প্রধান সহকারী পরিচালক যুবরাজ শামীম গতকাল জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামের পাঁচটি হলে মুক্তি পাচ্ছে ছবি।  

সিনেমাকার প্রযোজিত চলচ্চিত্রটির পেছনে রয়েছে নির্মাতার দীর্ঘ সাত বছরের পরিশ্রম আর অধ্যবসায়ের গল্প। ছোট একটি কারিগরি ইউনিট আর আনকোরা একদল অপেশাদার অভিনয়শিল্পী নিয়ে গাজীপুরের হারবাইদ–সংলগ্ন পঁচিশ-ত্রিশ কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা লোকেশনে দৃশ্য ধারণ করা হয়।

ম্যাক সাব্বিরকে সঙ্গে নিয়ে ছবিটির সিনেমাটোগ্রাফিতে যুক্ত ছিলেন নির্মাতা।
প্রযোজনা, পরিচালনা, চিত্রনাট্য রচনার পাশাপাশি সাউন্ড ডিজাইন করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।