লাইভে তিশা বললেন, এক মিনিট আসছি; তারপরে কী ঘটল?

লাইভে তিশা বললেন, এক মিনিট আসছি; তারপরে কী ঘটল?ছবি: কোলাজ
ফেসবুক লাইভে তিশা। ছবি: ফেসবুক

তারকা দম্পতির মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে এ বছর মুক্তি পেয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। সিনেমার গল্পে এই দম্পতিকে দেখা যায় মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরের ঘটনা। সন্তান জন্মের আগপর্যন্ত যে ঘটনাগুলো দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করে। সেই সিনেমা ও নতুন বছরের শুভেচ্ছা জানাতেই ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এর মাঝেই হঠাৎ এই অভিনেত্রীকে এক মিনিটের জন্য বিরতি নিতে হয়। তারপরে কাকে নিয়ে হাজির হলেন তিশা?

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্য এ বছরটা যেন অন্য রকম প্রাপ্তির। প্রথমবার তিনি স্বামীর সঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ পরিচালনা ক্যারিয়ারে প্রথম ফারুকীকে দর্শক পর্দায় সামনে দেখলেন। সেই অভিজ্ঞতা নিয়েই লাইভে উঠে এসেছে তাঁদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। লাইভের শুরুতেই তিশা ভক্তদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ দেখার আহ্বান জানান। কারণ, এই সিনেমাটির নতুন ভার্সন মুক্তি পেয়েছে। তিশার গাওয়া গানটি সিনেমায় যুক্ত হয়। সেই গানের মডেল এই দম্পতির মেয়ে ইলহাম।

নতুন বছরে ভক্তদের সঙ্গে ছবিটি ভাগাভাগি করেছেন তিশা
ছবি: ফেসবুক

লাইভে ভক্তদের নতুন তথ্য দেন তিশা। কারণ, সন্তান জন্ম দেওয়ার ঘটনাগুলো সিনেমায় উঠে এলেও অনেক গল্পই বাকি ছিল। সেগুলো ভক্তদের মন্তব্যে উঠে আসে তিশার লাইভে। এক ভক্তের প্রশ্নে ফেসবুক লাইভে মা হওয়ার অজানা অভিজ্ঞতা ভক্তদের কাছে তুলে ধরে তিশা বলেন, ‘আমার মা হওয়ার জার্নিটা খুবই সুন্দর ছিল। আমি কনসিভ করার পরে থেকে ইলহাম জন্ম নেওয়ার আগপর্যন্ত সময়টা খুবই ভালো কেটেছে। কারণ, অনেক সময় দেখা যায় প্রেগন্যান্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভমিটিং হচ্ছে, খেতে ইচ্ছে করছে না। ঘুম হচ্ছে না। এগুলো প্রতিটা মেয়েরই কমবেশি হয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা হয়েছে ব্যতিক্রম। আমার ভমিটিং হয়নি, আমি সরয়ারকে কোনো পেইন দিইনি। আমার সবকিছু স্মুথ এবং নাইস ছিল।’
তিশা এই সময় জানান, তিনি খুব একটা লাইভে আসেন না। এর আগে একবারই ফেসবুক লাইভে এসেছিলেন। এবার দ্বিতীয়বার। এই সময়ে ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করাটা তিশার কাছে দারুণ ব্যাপার মনে হয়েছে। তিনি নিজেও ভক্তদের সঙ্গে এভাবে যোগাযোগ করতে পেরে উচ্ছ্বসিত। কারণ, দিন শেষে ভক্তদের ভালোবাসাই তাঁকে কাজ করতে উদ্বুদ্ধ করে।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবিতে মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা
ছবি: চরকির সৌজন্যে

তিশা বলেন, ‘লাইভ করার পরে মনে হয় কাজের নতুন একটা উদ্যম খুঁজে পাই। দর্শকদের ভালোবাসায় মনে হয় নতুন নতুন কাজ শুরু করব। আপনাদের সামনে আবার নতুনভাবে নতুন কাজ নিয়ে আসব। ভালো লাগছে। এই জন্য আমি চিন্তা করছি ২০২৪ সালে প্রতি মাসে কমপক্ষে দুটি করে লাইভ করব (হাসি)। যদি আপনারা আমার লাইভে অংশ নেন।’
ভক্তরা তখন মন্তব্য করে জানান, তাঁর পাশে আছেন। বিভিন্ন দেশ থেকে ভক্তরা মন্তব্য করে নতুন বছরের শুভেচ্ছা জানায়। এর মাঝে অনেকের প্রশ্ন ছিল ইলহাম কোথায়? অনেক ভক্তদের এমন প্রশ্ন শুনে তিশা লাইভে থেকে এক মিনিটের বিরতি নিয়ে চলে গেলেন ইলহামকে আনতে। তখনো চলছে লাইভ। লাইভে তিশা না থাকলেও শোনা যাচ্ছিল, ‘এই, ইলহাম কই।’

মেয়ে ইলহামের সঙ্গে তিশা
ছবি: ফেসবুক

প্রায় এক মিনিটের বেশি সময় পরে ইলহামকে নিয়ে হাজির হলেন তিশা। মায়ের ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই খুদে বলল, ‘ওয়াও।’ খুদে তারকা ইলহামকে নিয়ে চলল লাইভ। সবশেষে তিশা বলেন, ‘গত বছর আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমার গত বছরটা আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। পাশে থাকার জন্য ধন্যবাদ। নতুন বছর আপনারা নতুনভাবে জীবন সাজাবেন–গোছাবেন। নিজেকে ভালোবাসবেন। বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে অ্যাপ্রিশিয়েট করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’