‘পেয়ারার সুবাস’ মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসানছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা পেয়ারার সুবাস। ২০ এপ্রিল থেকে শুরু হবে উৎসব, শেষ হবে ২৭ এপ্রিল। ২৬ এপ্রিল উৎসবে পেয়ারার সুবাস-এর সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মস্কো উৎসবে তাঁর সিনেমা নির্বাচিত হওয়ায় অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের পটভূমিতে আগে হয়তো বাংলা ছবি হয়নি। আমার চরিত্রসহ এই সিনেমার প্রতিটা চরিত্র খুবই শক্তিশালী। পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে। সিনেমাটার কাজ আমরা বেশ আগেই শেষ করেছি। আমাদের সিনেমাটা প্রতিযোগিতা বিভাগে আছে; সেটা একটা খুব আনন্দের ব্যাপার।’

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

নির্মাতা নূরুল আলম আতিক বলেন, ‘নিঃসন্দেহে এটা আনন্দের খবর। মস্কোতে সিনেমাটার প্রিমিয়ার হতে যাচ্ছে। এই শুভক্ষণে আমার প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সব শিল্পী, কলাকুশলীদের অভিনন্দন জানাই।’

আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে রয়েছে চরকি। আলফা-আই স্টুডিওজের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘এটা ভেবেই গর্বিত লাগছে যে আলফা-আই স্টুডিও থেকে নির্মিত একটা সিনেমা মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি দুর্দান্ত মুহূর্ত।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, পেয়ারার সুবাস সিনেমার সঙ্গে বাংলাদেশের গুণী নির্মাতা ও গুণী অভিনয়শিল্পীরা যুক্ত আছেন। চরকি এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে বেশ আনন্দিত। বাংলা সিনেমাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার জন্য চরকি সব সময় কাজ করছে।

২৬ এপ্রিল উৎসবে পেয়ারার সুবাস-এর সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ। এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সিনেমা আদিম। নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম।

আরও পড়ুন