মেহজাবীন লিখলেন, ‘ব্লু–টিফুল’

স্বামী আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’ কানে পেয়েছে বিশেষ স্বীকৃতি। এরপরই প্যারিসে উড়ে যান মেহজাবীন চৌধুরী। সেখান থেকে পোস্ট করেন ছবি। দিন কয়েক আগে পোস্ট করা ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ৬
নতুন ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘ব্লু-টিফুল।’ মেহজাবীন পরেছিলেন নীল রঙের পোশাক। ‘ব্লু-টিফুল’ কথাটি যে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিখেছেন তিনি, সেটা ছবি দেখলেই বোঝা যায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৬
প্যারিস ক্যাফের জন্য সুপরিচিত। মেহজাবীনের নতুন ছবিগুলোও ক্যাফেতে তোলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৬
অভিনেত্রীর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৬
এখন পর্যন্ত ছবিগুলোতে ২৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৬
মেহজাবীনের গত বছর বড় পর্দায় অভিষেক হয়েছে ‘প্রিয় মালতী’ দিয়ে। সিনেমাটির জন্য এবারের মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই পুরস্কার জিতেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৬ / ৬
চলতি বছর মেহজাবীনর আরেকটি সিনেমা ‘সাবা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। অভিনেত্রীর ফেসবুক থেকে