জয়ার চতুর্থ, প্রথমবার ব্ল্যাক লেডি পেলেন ফারিণ, সোহেল

জয়া–ফারিণ এবং সোহেলকোলাজ

জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশি পাঁচজন তারকা। গত শুক্রবার রাতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত মূল পুরস্কার আসরে বাজিমাত করেছেন জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল। গত বছর মুক্তি পাওয়া আলাদা আলাদা সিনেমার জন্য আলাদা বিভাগে পুরস্কার পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন

গত বছরের ২ জুন পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনার জন্ম দেয় কৌশিক গাঙ্গুলির সিনেমা অর্ধাঙ্গিনী। ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদের মনও জয় করে সিনেমাটি। এতে মেঘনা মুস্তাফি চরিত্রে অভিনয়ে প্রশংসা কুড়ান জয়া। সিনেমাটিতে অসহায়ত্বের দৃশ্যে তিনি অনবদ্য অভিনয় করেছেন—এমনটাই লিখেছিলেন অনেক সমালোচক। এবার ছবিটিতে অভিনয়ের স্বীকৃতি পেলেন বাংলাদেশি অভিনেত্রী।

অর্ধাঙ্গিনীর জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান। শুক্রবার রাতে অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী দম্পতি।

‘অর্ধাঙ্গিনী’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান
ফেসবুক

পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, ‘সমালোচক আর জনপ্রিয় শাখায় এর আগে আমি পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার টিমের সবাইকে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দর্শক, শুভানুধ্যায়ী ও সাংবাদিক সবাইকে ধন্যবাদ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য।’ এবার দিয়ে চতুর্থবারের মতো ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি হাতে পেলেন জয়া।

‘আরও এক পৃথিবী’ সিনেমায় ফারিণ। ফেসবুক থেকে

বাংলাদেশের আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণও পেয়েছেন পুরস্কার। মুক্তি পাওয়া প্রথম সিনেমা আরো এক পৃথিবীর জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। অতনু ঘোষ পরিচালিত এ সিনেমা মুক্তি পায় গত বছরের ৩ ফেব্রুয়ারি।

অভিষেকেই কলকাতার সমালোচকদের নজর কেড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী। সিনেমাটিতে প্রতিক্ষা চরিত্রে তিনি যেভাবে অভিনয় করেন, সেটার প্রশংসা করেন সাধারণ দর্শকেরাও। এবার পেলেন স্বীকৃতি। সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পেয়ে ফারিণ বলেন, ‘কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারেরও প্রথম ছবি। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেওয়ার, বাকিটা দর্শকেরা পছন্দ করেছেন। অনেক বেশি ভালোবাসা পাচ্ছি আসার পর থেকে।’

সোহেল মন্ডল। ফেসবুক থেকে

জয়া-ফারিণের পাশাপাশি ফিল্মফেয়ারে পুরস্কার পেয়েছেন আরেক তরুণ অভিনেতা সোহেল মন্ডল। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার মায়ার জঞ্জাল সিনেমায় সেরা নবাগত অভিনেতার পুরস্কারে ভূষিত হলেন তিনি। যদিও ভিসা জটিলতায় কলকাতার মর্যাদাপূর্ণ এই আসরে থাকতে পারেননি তিনি।

ফিল্মফেয়ারের পেজে তাঁর ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়েছে। প্রথম আলোকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহেল বলেছেন, ‘অনুষ্ঠানে যেতে পারলে খুব ভালো লাগত, কিন্তু যাওয়া হয়নি। এটা তো কেবল শুরু হলো। আশা করছি, সামনে আরও ভালো ভালো কাজ দিয়ে এ সম্ভাবনাগুলো আরও তৈরি করব। তখন হয়তো যাব, যদি কোনো কাজের জন্য স্বীকৃতি পাই। আশা করছি, যাঁরা থিয়েটার করছেন, দীর্ঘদিন ধরে স্ট্রাগল করছেন, তাঁদের জন্য একটা অনুপ্রেরণা হবে। তাঁরা যাতে নিজের স্বপ্নের সঙ্গে থাকেন।’ মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প (বিষাক্ত প্রেম ও সুবালা) অবলম্বনে তৈরি হয়েছিল সিনেমাটি। সোহেলের পাশাপাশি এ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন আরেক বাংলাদেশি অভিনেত্রী অপি করিমও। তবে তিনি পুরস্কার পাননি। এ ছাড়া সেরা গায়ক হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তরুণ গায়ক মাহতিম শাকিবও, তিনিও পুরস্কার পাননি।

এবারের ফিল্মফেয়ার বাংলায় সর্বোচ্চ আটটি বিভাগে পুরস্কার পেয়েছে অতনু ঘোষের শেষ পাতা, মায়ার জঞ্জাল পেয়েছে সাতটি। এবার সেরা ছবি হয়েছে অর্ধাঙ্গিনী, সমালোচকদের দৃষ্টিতে সেরা ছবি হয়েছে মায়ার জঞ্জাল, সেরা অভিনেতা হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা), সেরা অভিনেতা (সমালোচক) মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা), সেরা অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী), সেরা অভিনেত্রী (সমালোচক) হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)। এ ছাড়া শেষ পাতার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অতনু ঘোষ।