হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলার আবেদন

হাওয়া সিনেমায় চান মাঝি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীছবি: সংগৃহীত

‘হাওয়া’ সিনেমায় একটি পাখি খাঁচায় আটকে রাখার দৃশ্যায়ন করার অভিযোগে সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করেছেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্ল্যা পাটোয়ারী।

সিনেমাটির পরিচালক মেজবাউর রহমান সুমন

ছানাউল্ল্যা পাটোয়ারী বলেন, হাওয়া সিনেমায় পাখি আটকে রাখে দৃশ্যায়ন করে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৮, ৪১ ও ৪৬ ধারার অপরাধ করা হয়েছে। এ জন্য  বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের একজন কর্মকর্তা বাদী হয়ে করা মামলার আরজি আদালতে জমা দেওয়া হয়েছে।

‘হাওয়া’ চলচ্চিত্রের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

‘হাওয়া’ সিনেমায় পাখিটি আটক রাখার দৃশ্যটি নিয়ে ৩৩টি পরিবেশবাদী সংগঠন বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়ে ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়ার দাবি তুলেছেন।
‘হাওয়া’ সিনেমায় একটি শালিক আটকে রাখার দৃশ্য নিয়ে পরিবেশবাদীদের উদ্বেগের মধ্যে সিনেমাটি দেখে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট বলছিল, এতে বন্য প্রাণী আইন লঙ্ঘন করা হয়েছে।

সম্প্রতি বন্য প্রাণী অপরাধ দমনের চার সদস্যবিশিষ্ট একটি দল রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সিনেমাটি দেখে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ আরও অনেকে। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে ‘হাওয়া’র চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।

আরও পড়ুন