মারা গেছেন ‘খায়রুন সুন্দরী’ সিনেমার খল অভিনেতা

‘খায়রুন সুন্দরী’ সিনেমায় মৌসুমীর সঙ্গে একটি দৃশ্যে মুকুল তালুকদার
ছবি: সংগৃহীত

আজ ভোরে মারা গেছেন অভিনেতা মুকুল তালুকদার। এই অভিনেতাকে মৃত অবস্থায় খাটের পাশে পাওয়া যায়। স্থানীয় চিকিৎসকেরা ভোররাতেই অভিনেতার পরিবারকে জানান, হৃৎক্রিয়া বন্ধ হয়ে এই অভিনেতার মৃত্যু হয়েছে। ‘খায়রুন সুন্দরী’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে মুকুল প্রশংসা পেয়েছিলেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৮ বছর। তাঁর মৃত্যুর তথ্য জানিয়েছেন পরিচালক ও অভিনেতা আমির সিরাজী। তাঁরা দীর্ঘদিনের বন্ধু।

আমির সিরাজী বলেন, ‘ভোরে মৃত্যুর পরপরই খবর পেয়েছি। শুনলাম, সে রাতে বাথরুমে থেকে ফেরার পরে আর খাটে উঠতে পারেনি। নিচেই পড়ে যায়। দরজা খোলা থাকায় বাসার ভাড়াটে মৃত অবস্থায় দেখতে পান। সেই ভাড়াটে পরে মুকুলের বন্ধু নালিতাবাড়ী পৌরসভার মেয়রকে ফোন দেন। মেয়রও আমাদের বন্ধু। সে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসে। তখনই আমার সঙ্গে মেয়রের কথা হয়। তার কাছেই শুনেছি, স্থানীয় চিকিৎসকেরা জানিয়েছেন, মুকুল হৃৎক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

ভোরে মারা গেছেন অভিনেতা মুকুল তালুকদার
ছবি: সংগৃহীত

আমির সিরাজী আরও বলেন, ‘চার–পাঁচ দিন আগেও কথা হয়েছিল মুকুলের সঙ্গে। সে সুস্থ ছিল। দেখা হলেও অভিনয়, ঢালিউড নিয়ে নানা কথা হতো। সে এভাবে মারা যাওয়ায় আমরা শোকাহত। তাঁর জন্য আমরা সবার কাছে দোয়া চাই।’ মুকুল তরুণ বয়স থেকেই সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। শখে মঞ্চে অভিনয় করতেন। পরিচালক বন্ধু এ কে সোহেলের হাত ধরে প্রথম ‘খায়রুন সুন্দরী’ সিনেমায় অভিনয় করেন। প্রথম সিনেমা দিয়েই প্রশংসা পেয়েছিলেন এই অভিনেতা।

শুটিংয়ের সময়ে সহকর্মীদের সঙ্গে মুকুল তালুকদার
ছবি: সংগৃহীত

মুকুল তালুকদারের মৃত্যুতে শোক জানিয়ে চিত্রনায়ক ওমর সানী ফেসবুকে ‘খায়রুন সুন্দরী’ সিনেমার মৌসুমী ও মুকুল অভিনীত একটি দৃশ্যের ছবি শেয়ার করে লিখেছেন, ‘মুকুল তালুকদার “খায়রুন সুন্দরী” ছবির ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। খুব ভালো মানুষ। তিনি আমাদের ছোট ভাইয়ের মতো ছিলেন। আজ সকালে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।’

ক্যামেরার সামনে অভিনেতা মুকুল তালুকদার
ছবি: সংগৃহীত

এই অভিনেতা ‘সোনার ময়না পাখি’, ‘অরুণ শান্তি’, ‘ভাবির আদর’, ‘কমিশনার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলে নৌবাহিনীর কর্মকর্তা। মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। মৃত্যুর দিন এই অভিনেতার স্ত্রী বাসায় ছিলেন না। আজ বিকেল পাঁচটায় শেরপুরের নালিতাবাড়ী বরুয়াজানী গ্রামে মুকুল তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

একসময় মুকুল তালুকদার ছিলেন শারীরিক শিক্ষার শিক্ষক। পাশাপাশি রাজনীতিতেও জড়িত ছিলেন। পরে শখ করে অভিনয় শুরু করেন। তিনি নালিতাবাড়ী কাকরকান্দি ইউনিয়ন থেকে দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি নালিতাবাড়ী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।