ফারুকী–তিশার বিবাহবার্ষিকীতে দেখা মিলল ইলহামের
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা বাবা-মা হয়েছেন এ বছরের ৬ জানুয়ারি। দুজনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের প্রিয় তারকার সন্তানকে একনজর দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। সবাইকে নিরাশ হতে হয়েছিল। শুধু পরিবার ও খুব কাছের মানুষজনই ফারুকী-তিশার কন্যা ইলহামকে দেখেছেন। কবে সবাই ইলহামকে দেখতে পাবে, এই প্রশ্নের উত্তরে ফারুকী-তিশা বলেছিলেন, সময় হলেই দেখা মিলবে তার। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য সেই কাঙ্ক্ষিত সুযোগ এসেছে। ইলহামকে সবার সামনে পরিচয় করিয়ে দিতে ফারুকী ও তিশা দুজনেই বেছে নিলেন নিজেদের বিবাহবার্ষিকীর দিনক্ষণ। আজ ১৬ জুলাই তাঁরা প্রকাশ্যে আনলেন তাঁদের একমাত্র কন্যা ইলহামকে। ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে আপলোড করা হয়েছে তিনটি স্থিরচিত্র। সঙ্গে পুরোনো কিছু আলোকচিত্রও দেওয়া হলো।