শাকিব খান ও জয়ের ছবি দিয়ে অপু লিখলেন, ‘সুখী পরিবার’

বাবাকে কেক খাইয়ে দিচ্ছে জয়ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তাঁর সাবেক স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে এক হয়েছেন তাঁরা। গতকাল ছয় বছর পেরিয়ে সাত বছরে পা দিয়েছে জয়। বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে শাকিব খানের বাসায় হাজির হয়েছিলেন অপু, কেক কেটেছেন তাঁরা।

মা, দাদা ও দাদীর সঙ্গে জয়
ছবি: সংগৃহীত

কেক কাটার কয়েকটি ছবি ফেসবুকে দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’কোনো ছবিতেই শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে পাওয়া না গেলেও ছেলের সঙ্গে আলাদা আলাদা ছবিতে ধরা দিয়েছেন তাঁরা। ছবিতে দেখা গেছে, জয় বাবা শাকিবকে কেক খাইয়ে দিচ্ছে। সঙ্গে তার দাদা আবদুর রব ও দাদি রেজিয়া বেগমকেও দেখা গেছে।

আরও পড়ুন

এর আগে ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমার ছোট্ট আব্রাম তার জীবনে নতুন বছরে পা রাখল। প্রতিনিয়ত খেয়াল করছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি মানুষের মতো মানুষ হতে এগিয়ে যাচ্ছো। হয়তো একটা সময় গিয়ে বুঝবে—তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর। বাবারা কখনো শো অফ করে না, তারা দেখিয়ে দেয়! তোমার প্রতি আমার স্নেহ, আদর, দোয়া ও মঙ্গলকর দায়িত্ব সারা জীবন থাকবে।’

মায়ের সঙ্গে জয়
ছবি: সংগৃহীত

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সেদিন অপু বলেন, ‘আমি শাকিবের স্ত্রী, আমাদের ছেলে আছে।’ বিয়ের খবর জনসমক্ষে আসার পর দুজনের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান ও অপু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ করে দেন। শুধু ছেলে আব্রামের কারণে মাঝেমধ্যে দেখা হলেও কথা হয় না দুজনের। এ বছর ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক-নায়িকার সংসারে বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন