কাজানে প্রতিযোগিতা করবে বাংলাদেশের তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ স্বল্পদৈর্ঘ্যের পোস্টার

রাশিয়ার ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও একটি তথ্যচিত্র। ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ ও ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ তথ্যচিত্রটি পরিচালনা করেছেন অ্যাঞ্জেলস রালিস। তথ্যচিত্রটি গ্রিস, ফ্রান্স, জার্মানি ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত।

‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ তথ্যচিত্রটির পোস্টার

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ। তিনি সৌমিক নামেই পরিচিত। তিনি গণমাধ্যমে সিনেমা সম্পর্কে জানান, এক জোড়া কবুতর ঘিরেই এর গল্প। এর সঙ্গে জড়িয়ে আছে তার গ্রামে কাটানো শৈশবের স্মৃতি। তিনি বলেন, ‘আমার বেড়ে ওঠা যশোর জেলার ঝিকরগাছার প্রত্যন্ত এক এলাকায়। আমার স্বল্পদৈর্ঘ্যের মধ্য দিয়ে শৈশবের নানা অনুভূতি তুলে ধরেছি। আমার দেখা গ্রামীণ নানা ঘটনা যেমন এতে আছে, তেমনি গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ গল্পে প্রকাশ পেয়েছে।’ এতে অভিনয় করেছেন, এস কে শাহরিয়ার ও শাহীন হোসাইন।

আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ তথ্যচিত্রে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবতী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটয়ে বাবাকে খুঁজতে বের হয়। আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগমসহ অনেকে অভিনয় করেছেন। ১ ঘণ্টা ৩২ মিনিটের এই তথ্যচিত্রটিতে দেশের বন্যার সময়ের চিত্র উঠে এসেছে।

জানা যায়, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই কাজান চলচ্চিত্র উৎসব। এই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে সিনেমার পরিচালক ও প্রযোজকদের। ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ স্বল্পদৈর্ঘ্যের প্রযোজক যুবরাজ শামীম। তিনি ফেসবুকে লিখেছেন, ‘এটাই আমার প্রযোজিত প্রথম কোনো সিনেমা। অন্যের ছবির প্রযোজনায় নিয়মিত হওয়ার ইচ্ছা নেই। তবে কারও আর্ট–ভাবনা এবং নির্মাণপ্রক্রিয়া মনে ধরলে সেটা ভিন্ন আলাপ, সময়ের ওপর ছেড়ে দিলাম। সৌমিকের জন্য শুভকামনা।’