যে কারণে জাপানে জয়া

ঘোরাঘুরির বাতিক আছে অভিনেত্রী জয়া আহসানের। ব্যস্ততার ফাঁকে ভ্রমণে তাঁর যাওয়া চাই-ই। এবারও ছুটে গেছেন ভ্রমণে। ঘুরছেন জাপান। ঘুরে ঘুরে দেখেছেন পছন্দের জায়গা। কেন এই অভিনেত্রী জাপান গেছেন, সঙ্গে কে আছেন, জাপান থেকে সেটাই জানালেন জয়া। সেই গল্প দেখুন ছবিতে
১ / ৬
জয়া আহসানের পছন্দের দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে জাপান। জানালেন, দেশটিতে ঘুরতে ভালো লাগছে। টোকিও, হিরোশিমা, অসাকা, হোকাইদো দ্বীপসহ বেশ কিছু শহরের সৌন্দর্য উপভোগ করছেন। জয়ার ভাষায়, ‘সৌন্দর্য খুঁজতে নেশার মতো চলেছি।’ ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ৬
ভক্তদের অনেকের প্রশ্ন, জয়া কেন এই সময়ে জাপান ঘুরছেন। এর কি বিশেষ কোনো কারণ আছে? এ প্রসঙ্গে এই অভিনেত্রী জাপান থেকে বলেন, ‘চেরি ব্লুজমটা আমি কখনোই দেখি নাই। ইচ্ছা ছিল এই সময়টাতে ঘুরে আসার। কারণ এটা চেরি ফুল দেখার সেরা সময়। তাই চলে এলাম। দারুণ ওয়েদার পেয়েছি। ভালো সময় কাটছে।’
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৩ / ৬
পারিবারিক ভ্রমণে জয়ার সঙ্গে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরা; তাঁর বোন। জয়া বলেন, ‘আমাদের দুই বোনের চেরি দেখার ইচ্ছা পূরণ হলো।’ এর আগে জয়া ভারতের একটি চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। সেখানেও ঘুরে দেখেন সৌন্দর্য। সেই ভ্রমণের সঙ্গে ছিলেন তাঁর মা।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৪ / ৬
জয়া জানালেন, ঘুরতে গেলে যেকোনো দেশের সংস্কৃতি, ঐতিহ্য, জাতিসত্তা, জাদুঘর, মানুষের জীবনযাপন তাঁকে সবচেয়ে বেশি টানে। ঘুরেফিরে সেসবের দিকেই তাঁর নজর বেশি।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৫ / ৬
পছন্দের জায়গাগুলো দেখা শেষ করেই জাপান থেকে ফিরতে চান। তবে কবে দেশে ফিরবেন, সেটা গত বুধবারেও জানাতে চাইলেন না।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
৬ / ৬
এদিকে জাপানে ঘোরাঘুরির শিডিউলের কারণে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা হচ্ছে না জয়ার। সম্প্রতি ৪৫তম মস্কো উৎসবে এই অভিনেত্রীর ‘পেয়ারার সুবাস’ সিনেমা অফিশিয়াল শাখায় মনোনয়ন পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত