স্পর্শিয়ার সুস্বাগতম

প্রচার–প্রচারণা ছাড়াই গতকাল শুক্রবার মুক্তি পেল সিনেমা ‘সুস্বাগতম’সংগৃহীত

প্রচার–প্রচারণা ছাড়াই গতকাল শুক্রবার মুক্তি পেল সিনেমা ‘সুস্বাগতম’। সিনেমাটি প্রযোজনা করেছে বনবীথি মুভিজ। তাদের ইউটিউব চ্যানেলে ছয় দিন আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। সেই ট্রেলারের ভিউ সাড়ে ছয় হাজার। জানা যায়, গ্রামের প্রতিবাদী এক নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্পর্শিয়াকে। তিনি গ্রাম থেকে পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। এই স্বপ্নের পেছনেই ছুটে চলে গল্প। একই সঙ্গে নিরবের সঙ্গে প্রেম।

সেই প্রেম পরিণয় পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা। সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
সিনেমাটির পরিচালক ও প্রযোজক শফিকুল হাসান বলেন, ‘আমি সিনেমায় একদম নতুন। আমরা চেষ্টা করেছি সিনেমাটির প্রচার করতে। কিন্তু অনেক কিছুই না জানার কারণে কিছু ভুল হয়েছে। আমাদের নতুন ইউটিউব চ্যানেলে গান ও ট্রেলার মুক্তি দেওয়া ঠিক হয়নি। তা ছাড়া অনেকেই চুক্তিমতো প্রচারে থাকেন।’

তিনি আরও জানান, ছয়টি সিনেমা হলে শুক্রবার থেকে তাদের ‘সুস্বাগতম’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
সিনেমাটি নিয়ে এক প্রেস বার্তায় স্পর্শিয়া বলেন, ‘নিরব ভাইয়ের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। বেশ আগে সিনেমার শুটিং করেছিলাম। মেধাবী একটা মেয়ের সংগ্রামের গল্প। যে নানা বাধা পেরিয়ে সফল হতে চায়। গ্রামীণ গল্পটি ভালো ছিল।’