‘আর বায়োপিক করবা?’ শুভকে মন্দিরার প্রশ্ন

আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীফেসবুক থেকে

বায়োপিকে অভিনয়, এক টাকা পারিশ্রমিক নেওয়া থেকে সরকারি প্লট পাওয়া—বছর দুয়েক ধরে আরিফিন শুভকে নিয়ে আলোচনার শেষে নেই। বারবার বিদ্রূপের মুখেও পড়ছেন তিনি।

এবার নিজেই সেসব প্রসঙ্গ সামনে আনলেন আরিফিন শুভ। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘নীলচক্র’ সিনেমার প্রচারণা ভিডিওতে খোলামেলা কথা বলেছেন তিনি। ভিডিওতে খোশমেজাজে দেখা গেছে শুভকে; সঙ্গে ছিলেন মন্দিরা চক্রবর্তী।

ভিডিওতে দেখা গেছে, মন্দিরা প্রশ্ন করলেন, ‘তুমি আর করবা?’ শুভ জানতে চাইলেন, ‘কী?’ মন্দিরা বললেন, ‘বায়োপিক?’ শুভ বললেন, ‘অ্যাক্টর মানুষ, বায়োপিক করব। কী অসুবিধা? আমাকে যদি ডিরেক্টর বলে, তোমার বায়োপিক করতে, করব। এখন ধরো বায়োপিক করার জন্য তো তিন–চার বছর সময় লাগে। পারিশ্রমিক কী দিবা, টাকা নাকি প্লট? আমি শুনেছি, তুমি নাকি অনেক বড়লোক। অনেক ফ্ল্যাট আছে। ওখান থেকে একটা দিয়ে দিয়ো আমারে।’

আরিফিন শুভ
ফেসবুক থেকে
আরও পড়ুন

এরপর মন্দিরা চক্রবর্তীর উদ্দেশে আরিফিন শুভ বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করি, আমার বাজার করার টাকা থাকে না। তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচের বিষয় তো। কেমনে কী?’ উত্তরে মন্দিরা বলেন, ‘আমি কী তোমার মতো? পাঁচ বছর ধরে এক টাকা পারিশ্রমিক নিই?’ আরিফিন শুভ বলেন, ‘কথার মধ্যে এই টাইপের কথা বললে ভালো লাগে না।’

‘নীলচক্র’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক মিঠু খান।