ভক্তরা মন্তব্য করেছেন, এই অভিনেত্রী এখন যুক্তরাষ্ট্রে শাকিবের কাছে...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ, অপু বিশ্বাসদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
চিত্রনায়িকা অপু বিশ্বাস ৪ নভেম্বর ফেসবুকে জানিয়েছিলেন, যুক্তরাজ্যে রয়েছেন। ছবিটি পোস্ট করে রাতে অপু লিখেছেন, ‘গুড নাইট।’ তবে বেশির ভাগ ভক্তরা মন্তব্য করেছেন এই অভিনেত্রী এখন যুক্তরাষ্ট্রে শাকিবের কাছে। কেউ কেউ এটাও লিখেছেন, ‘শাকিব এখন দেশে।’
ছবি: ফেসবুক
২ / ৫
তৌসিফ অভিনীত ‘এমন দিনে তারে বলা যায়’ নাটক প্রশংসিত হচ্ছে। নাটকের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হঠাৎ সে এসে বলল, ‘‘আপনি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করতে চান এটা বাবার সামনে বলতে পারবেন?” আমি কিছু বুঝে ওঠার আগেই আনমনে তাঁর বাড়িয়ে দেওয়া হাতে হাত রাখলাম।’
ছবি: ফেসবুক
৩ / ৫
দীর্ঘদিন ধরেই নতুন নাটকের খবর দিচ্ছিলেন না অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার ফেসবুকে পোস্ট করে জানালেন, ‘আসছি, “তোমাকে চাই’’ নাটক নিয়ে। এটি পরিচালনা করেছেন মাশরিকুল আলম।’ নাটকটি এই মাসেই প্রচারের কথা রয়েছে।
ছবি: ফেসবুক
৪ / ৫
‘ভবের হাট’ নাটক দিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান তিনি। তার পর থেকে নানা চরিত্রে দেখা গেছে অভিনেতা আ খ ম হাসানকে। এবার আরেকটি চরিত্রের ছবি পোস্ট করে লিখেছেন, ‘অসহায় পাগল।’ সেখানে অনেকে মন্তব্য করেছেন, ‘অসাধারণ।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৫ / ৫
সাদাকালো শাড়িতে ছবিটি পোস্ট করে গায়িকা সালমা আক্তার লিখেছেন, ‘কেমন আছেন সবাই? জীবনটা ঠিক এমন। সাদাকালোর মধ্যে লুকিয়ে থাকে।’
ছবি: ফেসবুক