জয়ার জন্য এবারের ঈদটা যে কারণে অন্য রকম

অভিনেত্রী জয়া আহসানের জন্য এবারের ঈদটা অন্য করম। কেন? তাঁর নতুন পোস্ট করা ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক সে কথাই—

১ / ৮
গতকাল রাতে নিজের নতুন তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদরাত’। সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। তাঁর ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্ত–অনুসারীরা। ৯ ঘণ্টায় ছবিগুলোয় প্রতিক্রিয়া এসেছে ১৬ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৮
এবারের ঈদটা জয়া আহসানের জন্য অন্য রকম। কারণ, অনেক দিন পর ঈদে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
এবারের ঈদে একটি নয়, দুটি ছবিতে দেখা যাবে অভিনেত্রী। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুটি ছবিই আজ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৮
‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দুই ধরনের সিনেমা। ‘তাণ্ডব’–এর টিজার দেখে মনে হয়েছে, এটি হতে যাচ্ছে জিম্ম দশা নিয়ে রুদ্ধশ্বাস সিনেমা। টিজারের একেবারে শেষে হাজির হয় জয়া, তবে চরিত্রটির রহস্য খোলাসা করা হয়নি। অন্যদিকে ‘উৎসব’ পারিবারিক গল্পের ছবি। আগে মুক্তি পাওয়া সিনেমাটির টিজার, গান ও ট্রেলার উসকে দিয়েছে নব্বইয়ে নস্টালজিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
‘তাণ্ডব’–এ জয়া কাজ করেছেন শাকিব খানের সঙ্গে। এ ছবিটি দিয়েই ১২ বছর পর আবার একসঙ্গে কাজ করলেন তাঁরা। অন্যদিকে উৎসবে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরীর মতো শিল্পীরা। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৮
দিন দুই আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শাকিবের সঙ্গে অভিনয় নিয়ে কথা বলেন জয়া। তিনি বলেন, ‘ও খুব লক্ষ্মী ছেলে।’ জয়াকে নিয়ে শা‌কিব বলেন, ‘জয়া আহসা‌নের তুলনা জয়াই।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৮
ঢাকা ও কলকাতার সিনেমায় সমানতালে অভিনয় করেন জয়া আহসান। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর ঢাকার ভালো কাজগুলো কলকাতার দর্শকদের দেখাতে চান, আবার ওখানকার ভালো কাজগুলোও যেন এখানকার দর্শকেরা দেখার সুযোগ পান। জয়া আহসানের ফেসবুক থেকে
৮ / ৮
ঈদের সিনেমার আগে জয়াকে সর্বশেষ দেখা গেছে পিপলু আর খানের ‘জয়া ও শারমীন’ সিনেমায়। অভিনেত্রীর ফেসবুক থেকে