অনেক দিন পর বাংলা সিনেমার ছক্কা

‘পরাণ’, ‘হাওয়া’, ‘বীরত্ব’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’–এর সঙ্গে আজ যুক্ত হলো ‘ঈশা খাঁ’। সব মিলিয়ে ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে এখন চলছে ছয়টি নতুন সিনেমা। ধুঁকতে থাকা ঢালিউডে এমন চিত্র অনেক দিন দেখা যায় না। অনেক সিনেমাই যেখানে এক সপ্তাহের বেশি চলত না, সেখানে অনেক হলেই এক মাসের ওপরে চলেছে ‘পরাণ’ ও ‘হাওয়া’।

মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানালেন, অল্প সময়ের ব্যবধানে একসঙ্গে ছয়টি বাংলা সিনেমা মুক্তির কথা সাম্প্রতিক সময়ে শোনা যায়নি। তবে শুধু সিনেমা মুক্তি দিলেই হবে না, ‘পরাণ’ ও ‘হাওয়া’র মতো সিনেমা লাগবে। তিনি বলেন, ভালো গল্পের সিনেমা বানাতে হবে। সময়কে ধরে সিনেমা বানাতে হবে। ভালো ছবির সংখ্যার ধারাবাহিকতা থাকতে হবে, তা না হলে নতুন যেসব দর্শক হলে আসছেন, তাঁরা আবার হলবিমুখ হবেন। দর্শকশূন্য হবে সিনেমা হল।

হাওয়া ও পরাণ সিনেমা
ছবি: সংগৃহীত

পরিচালক ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, সঙ্গে আছেন অপু বিশ্বাস। দেশজুড়ে ২০টি সিনেমা হলে সিনেমাটি চলবে। তায়েব বলেন, ‘ঈশা খাঁ বাংলার সত্যিকারের বীরের গল্প। এই ছবি আমাদের ঐতিহ্য বহন করে। ভিনদেশি ছবির গল্প নকল না করে আমাদের অহংকার ও গৌরব করার মতো একটি গল্প নিয়ে ঈশা খাঁ।’

‘ঈশা খাঁ’ ও ‘বীরত্ব’ বাদে বাকি চার ছবি চলছে স্টার সিনেপ্লক্সে। এর মধ্যে ‘অপারেশন সুন্দরবন’–এর ১৩টি, ‘বিউটি সার্কাস’–এর ৬টি শো চলবে। মাল্টিপ্লেক্সগুলোতে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ ও রায়হান রাফির ‘পরাণ’-এর দাপট এখনো কমেনি। ‘হাওয়া’ ও ‘পরাণ’-এর নয়টি করে শো চলবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স। এই চার ছবির সঙ্গে দেশের অন্যান্য হলে চলবে ‘ঈশা খাঁ’ ও ‘বীরত্ব’। এর বাইরে আরও কয়েকটি সিনেমা চলছে বলে জানিয়েছেন হলমালিকেরা।

আজ মুক্তি পাচ্ছে ‘ঈশা খাঁ’ ছবিটি

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নতুন ছবি হিসেবে বিউটি সার্কাস–এর চেয়ে অপারেশন সুন্দরবন এগিয়ে আছে; মোটামুটি দর্শক হচ্ছে। তবে নতুন ছবি দুটিতে আরও দর্শক আশা করেছিলাম। পুরোনো ছবি পরাণ ও হাওয়ার দর্শকেরও কমতি নেই। এখনো ছুটির দিন শুক্র ও শনিবার সন্ধ্যার শোগুলো হাউসফুল থাকছে।’

ঢাকার বাইরে রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী হলে চলছে দীপংকর দীপনের অপারেশন সুন্দরবন। হল দুটির পরিচালকের দায়িত্বে থাকা কামাল হোসেন বলেন, হল দুটিতে এর আগে বীরত্ব চলেছে। ছবিটি খুব একটা ভালো চলেনি কিন্তু অপারেশন সুন্দরবন মোটামুটি ভালো যাচ্ছে, সেল ভালো আছে। ছবিটি দ্বিতীয় সপ্তাহেও চলছে।
‘অপারেশন সুন্দরবন’ ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, ‘সিনেমাটি মুক্তির পর থেকে ভালোই যাচ্ছে। ঢাকার ভেতরে, বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে বেশি ভালো যাচ্ছে। দর্শকের কোনো নেতিবাচক রিভিউ নেই। তবে এসএসসি পরীক্ষা এবং মাসের শেষে মুক্তি পাওয়ার কারণে দর্শক কিছুটা কম হয়েছে। না হলে দর্শকসংখ্যা আরও বাড়ত। অক্টোবরের শুরু থেকে বাড়ার আভাস পাচ্ছি। কারণ, নতুন হলের সংখ্যা বাড়বে।’ তিনি আরও বলেন, ঢাকার বাইরে দর্শক কিছুটা কম আছে। ঢাকার বাইরে আমরা ভিন্নভাবে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে সব হলেই যাওয়ার ইচ্ছা আছে, যাতে দর্শকসংখ্যা বাড়ে।’

ঢাকার বাইরে জয়দেবপুরের ঝুমুর সিনেমায় চলছে বীরত্ব। এই হলে ছবিটির বুকিং এজেন্ট মো. গাফফার বলেন, ‘বীরত্ব ভালোই যাচ্ছে, আরও এক সপ্তাহ চালানো যেত। তবে আজ (শুক্রবার) থেকে ‘ঈশা খাঁ’ চালাব।’

সেন্সর ছাড়পত্র পেল ইমন ও নবাগত সালওয়া অভিনীত ‘বীরত্ব’

‘বীরত্ব’ ছবির পরিচালক সাইদুল ইসলাম বলেন, ‘শুরুটা ভালোই হয়েছিল। প্রথম দিনের শো দেখে দর্শকের যেসব রিভিউি পেয়েছিলাম, তাতে প্রত্যাশা ভালোই ছিল। প্রথম সপ্তাহে সিনেপ্লেক্সে অনেকটাই ভালো গেছে ‘বীরত্ব’–এর। তবে ঢাকার বাইরে ওইভাবে প্রত্যাশা পূরণ হয়নি।’