মাহি ইফতারি বিক্রি করছেন, সঙ্গে আছেন স্বামীও

আজ শুক্রবার বিকেলে ইফতারি নিয়ে কথা বলার সময় মাহিয়া মাহি, পেছনে স্বামী রাকিব সরকার
ছবি : সংগৃহীত

বিনোদন জগতের কাজ আগের চেয়ে কমিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আরও কমাতে চান। এর মধ্যে শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসাও। গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর তাঁর ব্যবসায়ী হওয়ার এই চিন্তা আরও বেশি পোক্ত হয়। গত বছর রোজায় গাজীপুরে ‘ফারিশতা’ নামের সেই রেস্তোরাঁয় শুরু করেছিলেন ইফতারি ব্যবসা। এ বছরও ইফতারি বিক্রি করছেন। অন্তঃসত্ত্বা মাহি সময়ও দিচ্ছেন ফারিশতা নামের সেই রেস্তোরাঁয়।

রমজানের প্রথম দিন আজ শুক্রবার বিকেল প্রায় ৪টার দিকে ফারিশতার রেস্টুরেন্ট থেকে ফেসবুক লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তাঁর রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এ সময় সঙ্গে দেখা যায় তাঁর স্বামী রাকিব সরকারকেও।

মাহিয়া মাহি ও রাকিব সরকার

ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি সেখানে থাকা বিভিন্ন পদ ও ইফতার বানানো দেখান। এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো।’ রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এ সময় বলেন, ‘গত বছরের মতো এ বছরও আমরা ইফতারসামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সুস্বাদু এবং মানসম্মত সব খাবার। আপনারা সবাই আসুন।’

রেস্টুরেন্ট প্রসঙ্গে মাহিয়া মাহি জানান, তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও আছে। মাহি জানান, হরেক রকম ইফতার বিক্রি হচ্ছে। ক্রেতারা খুশি, তাই মাহিরও স্বস্তি।

চিত্রনায়িকা মাহি এখন সিনেমা নিয়ে কোনো খবরে নেই। তবে সিনেমায় অভিনয় না করলেও মাঝেমধ্যে খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।

মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকার
ফাইল ছবি

কদিন আগে পবিত্র ওমরাহ পালন শেষে দেশের ফেরার সময় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় নিজ দেশের বিমানবন্দরে গ্রেপ্তার হন মাহি। সন্তানসম্ভবা মাহিকে এভাবে গ্রেপ্তারে গাজীপুর পুলিশ সুপার বেশ সমালোচনায় পড়েন। গ্রেপ্তারের পর দ্রুত আদালতে তোলা হলে তাঁকে কারাগারেও পাঠানো হয়। এরপর কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে জামিন দেওয়া হয়।