দেশের বাইরেও ‘পরাণ’–এর আগাম টিকিট কেনার হিড়িক
ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। মুক্তির পর থেকেই আলোচনায় উঠে আসে ছবিটি। পঞ্চম সপ্তাহে এসেও দেশের প্রায় ৫০টি হলে ‘পরাণ’ চলছেই। এবার দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরাণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘পরাণ’। শুরুতেই অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এটি। সেখানে ‘পরাণ’–এর আগাম বিক্রির হিড়িক পড়েছে। এরই মধ্যে প্রিমিয়ার শোসহ ১৭টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে!
অস্ট্রেলিয়ার হয়েটস ব্ল্যাকটাউন থিয়েটারে ১২ আগস্ট প্রিমিয়ার শো হবে ছবিটির। জানা গেছে প্রিমিয়ার শোর সব টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনা করছে বঙ্গজ ফিল্মস। এর প্রতিষ্ঠাতা তানিম মান্নান অস্ট্রেলিয়া থেকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘প্রিমিয়ার শোর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ৩ আগস্ট আমাদের ওয়েব সাইটে খবরটি দিয়েছিলাম। ৫ আগস্টের মধ্যেই সব টিকিট শেষ। এর আগে দেবী ও আয়নাবাজি সিনেমার সময় এমন ঘটনা ঘটেছিল।’
তানিম মান্নান আরও বলেন, ১৪ আগস্ট থেকে সিডনি ও মেলবোর্ন, পার্থ, ডাব্বু ও ক্যানবেরাতে ১৩টা প্রেক্ষাগৃহে ৩২টি শো পর্যায়ক্রমে প্রদর্শনী হবে ছবিটির। এরই মধ্যে সেখানে ১৬টি শোর আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। এই পরিবেশক বলেন, ‘ছবিটি বাংলাদেশে সাড়া ফেলেছে। এ কারণে এখানে প্রবাসীরাও দেখতে আগ্রহী হয়ে উঠেছে। ভালো ছবি হলে সব জায়গায় দর্শক আছে। এখানে দর্শকের যে আগ্রহ দেখছি তাতে অস্ট্রেলিয়ায় এই ছবি থেকে ভালো আয় হতে পারে।’ ৩২টি শোর মধ্যে ১৬টি শোর আগাম সব টিকিট বিক্রি হয়ে গেছে। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়ার ডারউইন, তাসমানিয়াতে ‘পরাণ’-এর শোর ঘোষণা করব। এরপর আগামী সপ্তাহে নিউজিল্যান্ডে ছবির চারটি শোর প্রস্তুতি চলছে। এই পরিবেশক আরও জানালেন অস্ট্রেলিয়ার পর কানাডা ও মালয়েশিয়াতে মুক্তির প্রস্তুতি চলছে ছবিটির।
ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত দেশের বাইরে ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে খুব সাড়া পাচ্ছি। যুক্তরাষ্ট্রে মুক্তির কথাবার্তা প্রায় চূড়ান্ত। এ ছাড়া মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, নিউজিল্যান্ডসহ মুক্তির কথাবার্তা চলছে। তা ছাড়া ছবিটি প্রদর্শনীর জন্য পাকিস্তান ও চীন থেকেও ফোন পেয়েছি।’
যুক্তরাষ্ট্রে ছবিটি পরিবেশনা করবে বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, “পরাণ” দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রবাসী দর্শকদের ভালো আগ্রহ দেখা যাচ্ছে। এখানে ছবিটির মুক্তির ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। আশা করছি এ মাসের শেষের দিকে মুক্তি দিতে পারব।’
‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।