ঋতুপর্ণার কলকাতার বাড়িতে খেতে খেতে ক্লান্ত নিরব

ঋতুপর্ণা ও নিরব

ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার কলকাতার বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন বাংলাদেশের নিরব। প্রতিবেশী দেশের অভিনয়শিল্পীকে নিজ হাতে রান্না করা খাবার খাওয়ালেন ঋতুপর্ণা। ২৬ জানুয়ারি দুপুরে কলকাতার লেক গার্ডেনের বাসায় অতিথি হিসেবে হাজির হন নিরব। কয়েক ঘণ্টা সময় কাটান। আড্ডা দেন। ওই আড্ডায় ছিল ঋতুপর্ণার বন্ধুবান্ধব এবং কলকাতায় তাঁর কয়েকজন সাংবাদিক বন্ধুও। প্রথমবার ঋতুপর্ণার বাড়ির গিয়ে তাঁর আতিথেয়তায় মুগ্ধ বাংলাদেশি চিত্রনায়ক নিরব।

২৫ জানুয়ারি ব্যক্তিগত কাজে কলকাতায় গিয়েছিলেন নিরব। কাজের ফাঁকে ২৬ জানুয়ারি দুপুরে কলকাতায় ঋতুপর্ণার বাড়িতে অতিথি হন। গতকাল ঢাকায় ফিরে এসেছেন। আজ রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে নিরব বললেন, ‘সরস্বতীপূজার নেমন্তন্ন ছিল তো, তাই নানান পদের খাবার নিজেই রান্না করেছিলেন ঋতুপর্ণা দিদি। বলা যায়, খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। আসার সময় তো কয়েক পদের মিষ্টির একটি প্যাকেট ধরিয়ে দেন। ভালোবাসার এই উপহার যত্ন করে ঢাকায় নিয়ে এসেছি।’

নিরব ও ঋতুপর্ণা

ঋতুপর্ণা বাড়িতে সেদিনের খাবারের মেনুতে কী কী ছিল জানতে চাইলে নিরব বলেন, ‘অনেক কিছুই। অনেক কিছুর আবার নামও জানি না। তবে যতটা জানতে পেরেছি তার মধ্যে খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, লুচি, আলুর দম, মিষ্টিকুমড়া, মিঠাই, লাড্ডু। খাবারের ফাঁকে ঋতুদি তাঁর সব বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। দারুণ সময় কেটেছে।’
৩৪ বছরের অভিনয়জীবন ঋতুপর্ণার। অন্যদিকে ১৩ বছর ধরে চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত নিরব। এবারই প্রথম তাঁরা দুজন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

আরও পড়ুন

‘স্পর্শ’ নামের ছবিটির ঢাকার অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। এই ছবিতে অভিনয়ের সূত্র ধরে ঋতুপর্ণা সঙ্গে পরিচয় ও সখ্য তৈরি হয় নিরবের। সেই সুবাদেই ঋতুপর্ণা কলকাতার বাড়ির অতিথি হলেন নিরব।

ঋতুপর্ণা ও নিরব

আপ্যায়নের ফাঁকে একটি ভিডিও বার্তাও দেন ঋতুপর্ণা। সেখানে নিরবকে বাংলাদেশের সুপারস্টার হিসেবে অভিহিত করেন ঋতুপর্ণা। তাঁর মন্তব্য ছিল এ রকম—‘ভারত আর বাংলাদেশের বিভাজনটা আমি একদম মানি না। আমার মনে হয়, আমরা সবাই এক। সে জন্য স্পর্শটা এখানে অনেক গভীর। যে সিনেমাটি আমরা করতে চলেছি বা করছি, সেটা একটা গভীর সম্পর্কের গল্প। নিরব তো সুপারস্টার বাংলাদেশের, আর এই দেশটার সঙ্গে আমারও ভীষণ ভালো একটা সম্পর্ক। তাই যখনই বাংলাদেশের ছবির কথা হয়, আমি কখনোই না বলতে পারি না।’

নতুন ছবিটি নিয়ে ঋতুপর্ণার ভাবনা, ‘“স্পর্শ” কথাটার মধ্যে একটা দারুণ অর্থ লুকিয়ে আছে; সেটা যে ভাষাতেই হোক—স্পর্শ (হিন্দি) বা স্পর্শ, আমার মনে হয় সবার ভেতরে একটা স্পর্শের অনুভূতি হয়। এবারের অনুভূতিটা তো আরও বড়। কারণ, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় আমরা একটা ছবি করছি।”

নিরব ও ঋতুপর্ণা

নায়িকার প্রশংসায় উচ্ছ্বসিত নিরব। তিনি বললেন, ‘কলকাতার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী, অনেক সুপারহিট ছবি যার ঝুলিতে রয়েছে, তাঁর সঙ্গে কাজ করছি; খুবই ভালো লাগছে। কলকাতার যারা দর্শক আছেন, তাঁদের কাছে আমার অনুরোধ থাকবে ছবিটা দেখার জন্য।’

আরও পড়ুন